Bharat Bandh Live Updates: এন্টালিতে বামেদের মিছিল, নেতৃত্বে বিমান, সেলিম, সূর্যকান্তরা
West Bengal Bharat Bandh Live Updates: দেশজুড়ে দুদিনের ধর্মঘটের ডাক বামেদের। বিভিন্ন জায়গায় অবরোধ, মিছিল। সপ্তাহের প্রথম কাজের দিনেই দুর্ভোগ
LIVE
Background
কলকাতা : যাদবপুর এইট-বি বাস স্ট্যান্ড থেকে সুলেখা মোড় পর্যন্ত মিছিল করেন ধর্মঘটিরা। অশান্তি এড়াতে সঙ্গে পুলিশ রয়েছে। ধর্মঘটিদের দাবি, কেন্দ্রের জনবিরোধী নীতির কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই মিছিলের ডাক। ঘটনাস্থলে পুলিশ এলে বন্ধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। যাদবপুর স্টেশনে রেল অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। পতাকা নিয়ে রেললাইনে নেমে পড়েন তাঁরা। আটকে পড়ে লোকাল ট্রেন। ভোগান্তির শিকার হন যাত্রীরা।
এক নজরে বনধের খবর :
- কেন্দ্রের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নীতির অভিযোগ। দেশজুড়ে দুদিনের ধর্মঘটের ডাক বামেদের। বিভিন্ন জায়গায় অবরোধ, মিছিল। সপ্তাহের প্রথম কাজের দিনেই দুর্ভোগ।
- যাদবপুর-হুগলি-শ্রীরামপুর-বেলঘরিয়া-শ্যামনগর-কুলগাছিয়া-ডোমজুড়-দক্ষিণ বারাসাত-জয়নগরে দফায় দফায় রেল অবরোধ। ভোগান্তি যাত্রীদের।
- বাগুইআটিতে রাস্তায় শুয়ে বিক্ষোভ ধর্মঘটীদের। গোলপার্কে রাস্তায় জ্বালানো হল টায়ার। লেকটাউনে বাইক চালকের সঙ্গে বচসা।
- ধর্মঘটের প্রভাব উত্তরবঙ্গেও। কোচবিহারে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বাসে ভাঙচুর। জলপাইগুড়িতে দোকান বন্ধ করার চেষ্টা।
- লেকটাউনের কালিন্দির কাছে যশোর রোড অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। বাইক আটকানোয় চালকের সঙ্গে বচসা বাধে ধর্মঘটিদের। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Bharat Bandh Live : যশোর রোড অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা
লেকটাউনের কালিন্দির কাছে যশোর রোড অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। বাইক আটকানোয় চালকের সঙ্গে বচসা বাধে ধর্মঘটিদের। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Bharat Bandh Live Updates: ধর্মঘটের প্রভাব পড়েছে কর্মব্যস্ত ধর্মতলা চত্বরে
ধর্মঘটের প্রভাব পড়েছে কর্মব্যস্ত ধর্মতলা চত্বরে। অফিস টাইমে রাস্তায় যান চলাচল অন্যদিনের তুলনায় কম।
Bharat Bandh Live : রাসবিহারীতে বামেদের মিছিল
রাসবিহারীতে বামেদের মিছিল। ধর্মঘটের সমর্থনে মিছিল করেন বাম কর্মী, সমর্থকরা।
Bharat Bandh Live Updates: এন্টালিতে বামেদের মিছিল, নেতৃত্বে বিমান, সেলিম, সূর্যকান্তরা
ধর্মঘটের সমর্থনে এন্টালিতে বামেদের মিছিল। এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় মিছিল শেষ হবে। মিছিলে রয়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, মনোজ ভট্টাচার্য, স্বপন বন্দ্যোপাধ্যায়-সহ বাম নেতারা।
Bharat Bandh Live Updates: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেলদা শাখা বন্ধ করে দেন ধর্মঘটিরা
পশ্চিম মেদিনীপুরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেলদা শাখা বন্ধ করে দেন ধর্মঘটিরা। ব্যাঙ্ক থেকে গ্রাহকদের বের করে শাটার নামিয়ে দেওয়া হয়