Dengue Death: আরও ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি, জ্বরের পরেই মৃত্যু ১ যুবকের
পরিবারের লোকের অভিযোগ, 'দশ নম্বর ওয়ার্ডে সব সময় অপরিষ্কার থাকে যখন কেউ অসুস্থ হয় তখনই শুধুমাত্র ব্লিচিং মশার ওষুধ ছড়ানো হয়'। তাঁরা জানিয়েছেন, এর আগেও পৌরসভার তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
সমীরণ পাল, ভাটপাড়া: ডেঙ্গুতে মৃত্যু হল ভাটপাড়া পৌরসভার (Municipality) দশ নম্বর ওয়ার্ডের আবির সাহার ( ১৯)। জানা গিয়েছে, জ্বর নিয়ে দুদিন আগেই তিনি ভর্তি হয় এন আর এস হাসপাতালে (NRS) সেখানেই তার মৃত্যু হয় এলাকার শোকের ছায়া।
পরিবারের লোকের অভিযোগ, 'দশ নম্বর ওয়ার্ডে সব সময় অপরিষ্কার থাকে যখন কেউ অসুস্থ হয় তখনই শুধুমাত্র ব্লিচিং মশার ওষুধ ছড়ানো হয়'। তাঁরা আরও জানিয়েছেন, এর আগেও পৌরসভার তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এখনও পর্যন্ত শুধু ১০ নম্বর ওয়ার্ডেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৫ জন। উল্লেখ্য়, ১৯ নভেম্বর জ্বর নিয়ে আবিরকে ভর্তি করা হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে পাঠানো হয় এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ডেঙ্গি আক্রান্ত ভাটপাড়ার যুবকের।
ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল ভাটপাড়ার বাসিন্দা ১৯ বছরের পড়ুয়ার। পুরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। ভাটপাড়ায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করল পুরসভা। যা নিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি।
আরও একটা মৃত্যু! কোল খালি হল আরও এক মায়ের। রাজ্যে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু! প্রাণ হারালেন ১৯ বছরের এক যুবক! মৃত্যু হল ভাটপাড়ার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আইটিআই-এর দ্বিতীয় বর্ষের পড়ুয়া আবির সাহার।
স্থানীয় সূত্রে খবর, ১৯ নভেম্বর জ্বর নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে ২১ নভেম্বর তাঁকে স্থানান্তরিত করা হয় NRS মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রবিবার সেখানেই মৃত্যু হয় আবিরের।
এদিন, সকাল থেকে ভাটপাড়া পুর এলাকাজুড়ে ডেঙ্গি দমন অভিযানে নামেন পুরসভার কর্মীরা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ভাটপাড়া পুরসভার শুধুমাত্র ১০ নম্বর ওয়ার্ডেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৫। স্থানীয়দের অভিযোগ, এলাকায় কেউ ডেঙ্গি আক্রান্ত হলে অথবা আক্রান্তের মৃত্যু হলে, শুধুমাত্র তখনই কাজ করেন পুরকর্মীরা। এনিয়ে পুরসভা ও শাসকদলকে নিশানা করেছে বিজেপি।
এ পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আক্রান্তের সংখ্যা ৬১ হাজার পেরিয়েছে। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে এ বছর ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ১১ জনের। শুক্রবার ডেঙ্গি নিয়ে বিজেপির পুরসভা অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার নৈহাটি। পুলিশের সামনেই বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তারপরও, ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে পুরসভায় ডেপুটেশন জমা দেন বিজেপি কর্মীরা।