Partha Chatterjee: 'আমি একজন শিক্ষিত বেকার, প্রতারণা করেছেন মন্ত্রী', পার্থকে দেখেই বিক্ষোভ ভুবনেশ্বর AIIMS-এ
Partha Chatterjee AIIMS: সেখানে চিকিৎসা করতে যাওয়া একজন বলেন, "আমি শিক্ষিত বেকার। বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।"
অর্ণব মুখোপাধ্যায় এবং ঝিলম করঞ্জাই, ভুবনেশ্বর: আজ সকাল ৯টা ৫২ মিনিটে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিয়ে এয়ার অ্যাম্বুল্যান্স (Ambulance) পৌঁছয় ভুবনেশ্বর বিমানবন্দরে (Bhubneswar Airport)। প্রস্তুত ছিল অ্যাম্বুল্যান্স ও কনভয় (Convoy)। বিমানবন্দর থেকে ভুবনেশ্বর এইমসে যেতে সময় লাগে মিনিট ৪৫। অ্যাম্বুল্যান্সে করেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় এইমসে। এদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দেখেই ক্ষোভ উগরে দেন রোগী ও বেশ কিছু পশ্চিমবঙ্গবাসী।
সেখানে চিকিৎসা করতে যাওয়া একজন বলেন, "আমি শিক্ষিত বেকার। বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।" স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতারির পর এসএসকেএমে ভর্তি এবং চিকিত্সার জন্য ভুবনেশ্বর এইমসে আনা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন বাংলা থেকে আসা রোগী ও তাঁদের আত্মীয়রা।
এদিন, ভুবনেশ্বর এইমস-এ প্রথমে জরুরি বিভাগে চিকিত্সা চলে। কার্ডিওলজি, নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজিস্ট, এবং রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে ৪ জনের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে।এসএসকেএমের রিপোর্ট রিপোর্ট খতিয়ে দেখে তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
আরও পড়ুন, "এদিক-সেদিক ছড়িয়ে আছে আমার বান্ধবীরা,ভয় লাগে", পার্থর গ্রেফতারি নিয়ে মন্তব্য চিরঞ্জিতের
তবে শরীর ভালো নেই ভুবনেশ্বরে পৌঁছে বুকে হাত দিয়ে ইঙ্গিতে বোঝালেন পার্থ চট্টোপাধ্যায়। ভুবনেশ্বর এইমসে স্পেশাল কেবিনে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। হাসপাতাল সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের ওজন, উচ্চতা, রক্তচাপ, পালস রেট পরীক্ষা করার পর, তিনি কোনও অসুখে ভুগছেন কিনা জানতে চান চিকিত্সকরা। পার্থ চট্টোপাধ্যায় যে সমস্ত শারীরিক সমস্যার কথা বলেছেন, তার জন্য তিনি কোনও ওষুধ খান, কী ওষুধ খান, তা জানতে চাওয়া হয়। রক্তের নমুনা সংগ্রহের পর কয়েকটি টেস্ট করানো হবে, তার ভিত্তিতেই পার্থ চট্টোপাধ্যায়ের চিকিত্সা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে এইমসের মেডিক্যাল বোর্ড।