Bidhannagar Municipal Election 2022 : জয়ের পর ফিরহাদের বাড়িতে প্রাতঃরাশ সব্যসাচীর, ভ্যালেন্টাইনস ডে-তে স্ত্রীকে শাড়ি দিলেন নেত্রী
Bidhannagar Municipal Election 2022: সব্যসাচী বললেন, আজ ভালবাসার দিন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্ত্রীকে শাড়ি উপহার দিয়েছেন।
কলকাতা : ৪ পুরভোটে তৃণমূলের জয় জয়কার। বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়িতে মেয়র কে হবেন? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। গৌতম দেব শিলিগুড়ির মেয়র হবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিধাননগরের মেয়র হতে পারেন সব্যসাচী দত্ত। সেই জল্পনা আরও তরতাজা হল, যখন সবুজ আবির মেখে কালীঘাটে নেত্রী-সমীপে দেখা গেল একদা দলত্যাগী সব্যসাচী দত্তকে। সঙ্গে স্ত্রী। জয়ের হাসি চোখে মুখে। বললেন, আজ ভালবাসার দিন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্ত্রীকে শাড়ি উপহার দিয়েছেন। সেই শাড়ি সকলকে দেখানও তিনি। কখনও আবার হাত ধরে অভিষেককে কাছে টেনে নিলেন..
কখনও আবার অভিষেককে জড়িয়ে ধরলেন বিধাননগরের প্রাক্তন মেয়র। দু’জনে পাশাপাশি দাঁড়িয়ে দেখালেন ভিকট্রি সাইন!
আরও পড়ুন :
ঝড়ের গতিতে এগচ্ছে তৃণমূল, দিকে দিকে উড়ছে সবুজ আবির, শুরু উৎসব
বিধাননগরের মেয়র হতে পারেন সব্যসাচী, এমন সম্ভাবনা জোরদার রাজনৈতিক মহলে। সল্টলেকে সবুজ ঝড় তুলে বড় জয় পেয়েছেন তিনি। এই পটভূমিতে, তাঁর কাছে সকলের প্রশ্ন দলনেত্রীর সঙ্গে কী কথা হল। যদিও তিনি বললেন, রাজনীতি নয়, এক্কেবারে ব্যক্তিগত কথা হয়েছে, পারিবারিক কথা। এরপর তিনি গেলেন ফিরহাদ হাকিমের বাড়ি। ফিরহাদ বললেন, কালীঘাটে নেত্রীর বাড়ি তাঁদের কাছে মন্দিরের মতো। তাই জয়ের পর তাঁরা সকলেই দেখা করতে যান। সব্যসাচীও এসেছিলেন। আর কলকাতার মহানাগরিকের বাড়ি খুব কাছেই। তাই তাঁর বাড়িও গেলেন। যদিও সব্যসাচীর ব্যাখ্যা, সকাল থেকে কিচ্ছুটি খাওয়া হয়নি তো, তাই বৌদির কাছে খেতে এসেছিলাম।
এক হাতে গেরুয়া আইসক্রিম। অন্য হাতে ফোন। ফোনের অপর প্রান্তে শুভেন্দু অধিকারী। গত বছরের এপ্রিলে, বিধানসভা ভোটের সকালে এই ছবিই দেখা গিয়েছিল বিধাননগরে। কিন্তু, এখন সেই সব্যসাচীই তৃণমূলে ফিরেছেন। তিনি বদলে গিয়েছেন ১৮০ ডিগ্রি। আর সোমবারের সকাল দেখল এমন দৃশ্য। এরপর কি ফের একবার বিধাননগরের মেয়র পদে দেখা যাবে তাঁকে, তুঙ্গে জল্পনা।