![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Birbhum News: প্রায় ১৮ লক্ষ টাকা ব্যয়ে তৈরি নিকাশি নালা, অথচ বর্ষা নামতেই তথৈবচ অবস্থা, দুর্নীতির অভিযোগ
TMC vs BJP: স্থানীয় সূত্রে খবর, তৃণমূল পরিচালিত বোলপুর-শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতি ২০২১-'২২ অর্থবর্ষে ১৭ লক্ষ ৯১ হাজার ৭৩৫ টাকা ব্যয়ে গ্রামে নিকাশি নালা তৈরি করে।
![Birbhum News: প্রায় ১৮ লক্ষ টাকা ব্যয়ে তৈরি নিকাশি নালা, অথচ বর্ষা নামতেই তথৈবচ অবস্থা, দুর্নীতির অভিযোগ Birbhum locals allege corruption in drainage construction Birbhum News: প্রায় ১৮ লক্ষ টাকা ব্যয়ে তৈরি নিকাশি নালা, অথচ বর্ষা নামতেই তথৈবচ অবস্থা, দুর্নীতির অভিযোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/03/5194a9168ba7ebfe5149cb0a09533bee_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আবির ইসলাম, বীরভূম: বিভিন্ন সরকারি একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসছেই। সেই তালিকায় নয় সংযোজন নিকাশি নালা (Drainage Corruption)। তৃণমূল (TMC) পরিচালিত বোলপুর-শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। নিকাশি নালা তৈরিতে আর্থিক দুর্নীতির অভিযোগ গ্রামবাসীদের। নিম্নমানের কাজ হয়েছে বলে দাবি তাঁদের। কাজ ঠিকঠাক হয়নি বলে স্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রীও। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা (Birbhum News)।
নিকাশি নালা তৈরিতে দুর্নীতির অভিযোগ শান্তিনিকেতনে
কাদামাটিতে বুজে গিয়েছে ড্রেন। তার ফলে, রাস্তা ভাসছে জলে। এই ছবি বোলপুর-শ্রীনিকেতন ব্লকের লোহাগড় গ্রামে। আর তাতেই নিকাশি-দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি।
স্থানীয় সূত্রে খবর, তৃণমূল পরিচালিত বোলপুর-শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতি ২০২১-'২২ অর্থবর্ষে ১৭ লক্ষ ৯১ হাজার ৭৩৫ টাকা ব্যয়ে গ্রামে নিকাশি নালা তৈরি করে। কিন্তু এবার বর্ষা শুরু হতেই দেখা গেল অন্য ছবি। দেখা গেল, ড্রেনের পরিবর্তে জল বইছে রাস্তার ওপর দিয়ে। ফলে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে রাস্তা। এ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা।
আরও পড়ুন: Jagaddal Murder: ভাটপাড়ার পর এবার জগদ্দল, মদের আসরে পরিচিতের হাতে খুন ১৯ বছরের তরুণ
শান্তিনিকেতনের লোহাগড়ের বাসিন্দা রিজাউল হক, বলেন, "ড্রেন তৈরি হলেও জল জমার সমস্যা মেটেনি। উল্টে রাস্তায় জল জমে যাচ্ছে। ড্রেনেও জল জমে রয়েছে। কাজ অসম্পূর্ণ।" স্থানীয় বাসিন্দা তোফিজ্জুল হোসেনের কথায়, "সবথেকে নিম্নমানের কাজ হয়েছে, ১০০ শতাংশ দুর্নীতি হয়েছে।"
নিকাশি তৈরির কাজ যে ঠিক হয়নি, তা মানছেন খোদ পঞ্চায়েত সমিতির সভানেত্রী জুলেখা মণ্ডল। তিনি বলেন, "অভিযোগ পেয়েছি। নিজে গিয়ে দেখেছি। কাজ ঠিক হয়নি "
পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে নিকাশি-দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছে বিজেপি-ও (BJP)। তাদের দাবি, প্রচুর টাকা নয়ছয় হয়েছে। বোলপুর শহরের বিজেপি সভাপতি কাঞ্চন ঘোষ বলেন, "ড্রেনের নামে তৃণমূল ও পঞ্চায়েত সমিতি গ্রামবাসীদের ললিপপ ধরিয়েছে। প্রচুর টাকা নয়ছয় হয়েছে। পঞ্চায়েত সমিতিও এতে জড়িত।''
বিজেপি-তৃণমূল জোর তরজা
বোলপুর-শ্রীনিকেতনের তৃণমূল ব্লক সভাপতি মিহির রায় পাল্টা বলেন, "গ্রামবাসীরা যাই বলুন কাজ হয়ে গিয়েছে। আমরা দেখে নিয়েছি। ব্যাস হয়ে গিয়েছে। বিলও হয়েছে। বিজেপি নিজের চরকায় তেল দিক।" নিকাশি তৈরিতে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছে বোলপুর-শ্রীনিকেতন ব্লক প্রশাসন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)