Birbhum News: স্বামী-স্ত্রীর ঝগড়ায় চলল গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে বিঁধল ছাত্রীর বুকে, নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক, দাবি পুলিশের
Birbhum News: বীরভূমের নলহাটির ৩ নম্বর ওয়ার্ডের বিদুপাড়ার ঘটনা। নিহত ছাত্রীর নাম নিকিতা খাতুন। বয়স মাত্র ১৯ বছর।
নান্টু পাল, মনোজ বন্দ্যোপাধ্যায়, বীরভূম: দাম্পত্য কলহ চলাকালীন মারাত্মক ঘটনা ঘটে গেল বীরভূমের (Birbhum News) নলহাটিতে (Nalhati Firing)। স্ত্রীর সঙ্গে ঝগড়া চলাকালীন গুলি ছোড়েন এক ব্যক্তি। তাতে গুলিবিদ্ধ হন প্রতিবেশি কলেজ পড়ুয়া ছাত্রী। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই কলেজ পড়ুয়ার (College Student Shot Dead)। ওই কলেজ পড়ুয়ার সঙ্গে অভিযুক্তের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে দাবি সামনে এসেছে।
বীরভূমের নলহাটির ৩ নম্বর ওয়ার্ডের বিদুপাড়ার ঘটনা। নিহত ছাত্রীর নাম নিকিতা খাতুন। বয়স মাত্র ১৯ বছর। নলহাটি কলেজে তিনি স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। মেয়েটির পরিবারের দাবি, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ পাশের বাড়ির বীরু শেখের সঙ্গে তাঁর স্ত্রী অশান্তি বাধে।
সেই সময় নিজের বাড়ির ছাদে বসেছিলেন নিকিতা। স্ত্রীর সঙ্গে মধ্যে বচসা চরমে উঠলে, আচমকাই গুলি চালান বীরু। সেই গুলি এসে সটান নিকিতার বুকে বেঁধে। তড়িঘড়ি রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু সেখানে চিকিসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: Hooghly : "বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তাও কেন প্রার্থী ?", বিক্ষোভ আরামবাগে
ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত বীরু। কোথা থেকে তাঁর কাছে অস্ত্র এল, আসলে কাকে নিশানা করেছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। বীরুর স্ত্রীকে আটক করেছে নলহাটি থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিকিতার সঙ্গেই বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বীরুর। তা নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি বাধে। তখনই গুলি চালান বীরু। তবে পুলিশ সূত্রে খবর, বিবাহবহির্ভূত সম্পর্কের (Extra Marital Affair) প্রতিবাদ করায় আসলে স্ত্রীকে লক্ষ্য করে গুলি ছোড়েন বীরু। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি গিয়ে বেঁধে নিকিতার বুকে।
যদিও বীরুর সঙ্গে নিজেদের মেয়ের সম্পর্কের বিষয়টি নিয়ে মুখ খোলেননি নিকিতার পরিবাররে লোকজন। তাঁদের দাবি, প্রতিবেশি দম্পতির ঝগড়ার মাঝে পড়ে বেগোরে প্রাণ গিয়েছে তাঁদের মেয়ের।