(Source: Poll of Polls)
Birbhum News: ' তৃণমলের শত্রু তৃণমূলই..' ! TMC-র বিজয়া সম্মিলনীতেও অনুব্রত-কাজল সংঘাত, বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে
Birbhum Anubrata Kajal TMC Inner Clash : কাজল শেখ মঞ্চে উঠতেই অনুব্রত মণ্ডলের নামে স্লোগান

বীরভূম: তৃণমূলের বিজয়া সম্মিলনীতেও অনুব্রত-কাজল সংঘাত! অনুব্রত মণ্ডল ও কাজল শেখ অনুগামীদের মধ্য়ে স্লোগান, পাল্টা স্লোগান। কাজল শেখ মঞ্চে উঠতেই অনুব্রত মণ্ডলের নামে স্লোগান।
আরও পড়ুন, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, গভীর নিম্নচাপের আশঙ্কা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় !
বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নামেও পাল্টা স্লোগান। শনিবার মুরারই ১ ব্লকে শাসক দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে মঞ্চে ছিলেন অনুব্রত মণ্ডল।বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন,' আমাদের শত্রু আমাদের দলের মধ্যেই আছে।..'এরপর সুর মিলিয়ে অনুব্রত মণ্ডল বলেছেন, তৃণমূলের শত্রু বিজেপি নয়। তৃণমূলের শত্রু কংগ্রেস নয়, তৃণমূলের শত্রু তৃণমূলই।
তৃণমূলের বিজয়া সম্মিলনী। উপলক্ষ্য় দলের ভিত মজবুত করা। অথচ, সেখানেই বারবার প্রকাশ্য়ে চলে আসছে তৃণমূল নেতাদের মাঝের সম্পর্কের 'তিক্ততা'। বীরভূম থেকে পশ্চিম মেদিনীপুর..মুর্শিদাবাদ থেকে উত্তর ২৪ পরগনা। বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে দিকে দিকে প্রকাশ্য়ে আসছে তৃণমূলের কোন্দল। এই আবহে এবার হাড়োয়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আমন্ত্রণ না জানিয়ে বিজয়া সম্মলনী করার অভিযোগে শুরু হল বিতর্ক। শনিবার বেলিয়াঘাটা বাজারে একটি অনুষ্ঠানগৃহে তৃণমূল বিধায়কের উদ্য়োগে বিজয়া সম্মিলনী ছিল।তৃণমূলের ব্লক সভাপতি থেকে শুরু করে উপপ্রধানের দাবি, হাড়োয়ার তৃণমূল বিধায়ক রবিউল ইসলাম নিজের বৃত্তের লোকেরদেরকে ডেকেই সেরে ফেলেছেন বিজয়া সম্মিলনী।
দেগঙ্গা ব্লক ২ তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ বিশ্বাস বলেন, আজকে যে বিজয়া সম্মিলনী হচ্ছে আমি ব্লক সভাপতি আমি জানি না। আমার ব্লকে চারটে অঞ্চল, চারটে অঞ্চলের সভাপতি জানে না। আমার ব্লকের ৬৭ জন সদস্য় আছে, তার মধ্য়ে ৫৬ জন মেম্বার জানে না। বুথ সভাপতিরা জানে না।পঞ্চায়েত সমিতির তিনজন কর্মাধ্য়ক্ষ আছে আমার দেগঙ্গা ব্লকে তারাও জানে না। হয়তো বিধায়ক সাহেবের ইন্ধনের সম্মেলন হচ্ছে। উনি রাজনীতি সম্পর্কে কতটুকু সচেতন আমার জানা নেই। এরা কবে দলে এসে নেতা হয়ে গেল, আসলে দলের... বুঝবে না। চাঁপাতলা গ্রাম পঞ্চায়েত তৃণমূল নেতা ও উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী বলেন, আজকে যে বিজয়া সম্মিলনী হচ্ছে আমাদের ব্লকে। সেটা আমরা কেউ জানি না। আমরা কেউ জানি না। তাহলে আজকে কাদের নিয়ে এই বিজয়া সম্মেলনী হচ্ছে। এটা যারা আমরা আজকে বুথস্তরে তৃণমূল কংগ্রেস করি, আমরা ঠিক বুঝতে পারছি না। দলের মধ্য়ে দীর্ঘদিন ধরে গোষ্ঠীদ্বন্দ্ব আছে।























