Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, গভীর নিম্নচাপের আশঙ্কা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় !
West Bengal Weather Update : আজ ও কালীপুজোর দিন কেমন আবহাওয়া থাকবে বঙ্গে ? বিস্তারিত জানাল হাওয়া অফিস

কলকাতা: কালী পুজোর আগে কলকাতার আকাশ আংশিক মেঘলা। IMD সূত্রে খবর, এই মুহূর্তে ২৪ ডিগ্রি সেলসিয়ার্সের আশেপাশে ঘোরাফেরা করবে বলেই পূর্বাভাস। তবে আজ কলকাতাতে সেভাবে কোনও বিশেষ সতর্কতা জারি হয়নি। এশহরে বৃষ্টির আশঙ্কা না থাকলেও, দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন একাধিক জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন, শোভনের 'ঘরওয়াপসি'র আগে তীব্র কটাক্ষ সুজনের, কী মনে করালেন মুখ্যমন্ত্রীকে ?
রবিবার মূলত মেঘলা আকাশ থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন চার জেলাতে এবং উত্তরবঙ্গের পার্বত্য তিন জেলাতে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু অংশে পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি আর কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। সোমবারেও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার আংশিক মেঘলা আকাশ হলেও মঙ্গলবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ বৃষ্টির সম্ভাবনা নেই।
কালীপুজো দীপাবলি এবং ভাইফোটা সোমবার থেকে বুধবার উৎসবের মরশুমে বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ বাকি সময় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। কোথাও কোথাও সকালের দিকে সামান্য কুয়াশা হতে পারে।উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে আজ ও কাল বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ির কিছু অংশে ও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে উত্তরবঙ্গে ও বৃষ্টির সম্ভাবনা নেই। রোজ ঝলমলে পরিষ্কার আকাশ সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা। দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। এই ঘূর্ণাবর্ত ২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে। এই সিস্টেম উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এবং আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী আপডেট জানানো হবে।
প্রসঙ্গত, দুর্গাপুজোর আগেও আচমকা ভারী বর্ষণে ভেসে গিয়েছিল কলকাতা। শুধু রাস্তা জলের তলায় নেমে যায়নি, মৃত্যু মিছিলও প্রকাশ্যে এসেছিল। কলকাতার একাধিক জায়গায় তড়িতাহিত হয়ে মৃত্যু ঘটনা ঘটেছিল। পরিবহণ ব্যবস্থাও সেসময় অসুবিধার মুখে পড়েছিল। এরপর আশঙ্কা করা হয়েছিল, ভারী বর্ষণে পণ্ড হবে দুর্গাপুজো। কিন্তু শেষ অবধি তা হয়নি, পঞ্চমী থেকে নবমী অপেক্ষাকৃত ভালই ছিল আবহাওয়া। আর এবার কালীপুজোর আগেও আবহাওয়ার আপেডট জানাল আইএমডি।






















