Voter List Row: বাস্তবে জীবিত, অথচ ভোটার তালিকায় 'মৃত' বৃদ্ধ, আটকে গিয়েছে বার্ধক্য ভাতা
Birbhum News: জানা গিয়েছে, বৃদ্ধের পরিবারের আর কেউ জীবিত নেই। স্ত্রী এবং ছেলে, দু-জনেরই মৃত্যু হয়েছে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : ভোটার তালিকায় মৃত থাকার কারণে বন্ধ হয়ে গিয়েছে বার্ধক্য ভাতা। কিন্তু বাস্তবে জীবিত রয়েছেন বৃদ্ধ। এমন আজব ঘটনা ঘটেছে বীরভূমের রামপুরহাট ১নং ব্লকের নারায়ণপুর অঞ্চলের কানাইপুর গ্রামে। বৃদ্ধের নাম ধীরেন মাল। তিনি জানান,তাঁর স্ত্রী মারা গিয়েছেন প্রায় পাঁচ বছর আগে। কিন্তু গত লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে দেখেন ভোটার লিস্টে স্ত্রী'র নাম রয়েছে কিন্তু তাঁর নাম নেই। সঙ্গে সঙ্গেই আধিকারিকদের ওই বৃদ্ধি জানান যে তাঁর স্ত্রী'র মৃত্যু হয়েছে অথচ তাঁর নাম রয়েছে। এদিকে তিনি নিজে জীবিত রয়েছেন, কিন্তু তাঁর নাম নেই ভোটার তালিকায়। বৃদ্ধের আরও অভিযোগ, ভোটার লিস্টে নাম না থাকার কারণে তিনি বার্ধক্য ভাতা পাচ্ছেন না। জানা গিয়েছে, বৃদ্ধের পরিবারের আর কেউ জীবিত নেই। স্ত্রী এবং ছেলে, দু-জনেরই মৃত্যু হয়েছে। এই গোটা ঘটনায় রামপুরহাটের মহকুমা শাসক সৌরভ পাণ্ডে জানিয়েছেন তদন্ত করে সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে।
বৃদ্ধ ধীরেন মাল জানিয়েছেন, আগে তিনি ভোট দিয়েছেন। ভোটার কার্ডও রয়েছে। অথচ এখন অনলাইনে ভোটার লিস্ট দেখে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে তাঁর নাম নেই তালিকায়। তিনি সেখানে মৃত। বৃদ্ধের অভিযোগ মৃত স্ত্রী- এর নাম রয়েছে ভোটার তালিকায়। তাঁর বার্ধক্য ভাতা ঢোকে। অথচ তিনি বেঁচে রয়েছেন, কিন্তু তাঁর নাম নেই। এর প্রভাবে আটকে গিয়েছে বার্ধক্য ভাতা। সংসার চালাতে যথেষ্ট কষ্ট হচ্ছে তাঁর। বয়স হয়েছে তাই বিডিও অফিসে যেতে পারেননি ধীরেনবাবু। কিন্তু নিজের অসুবিধার কথা জানিয়েছেন কিছু লোককে। তাঁরাও আজ আসবেন, কাল আসবেন করে, ৬-৭ মাস ধরে বৃদ্ধর সমস্যাকে আদৌ কোনও পাত্তাই দেননি। কাতর কণ্ঠে বৃদ্ধের আবেদন, ভোটার তালিকায় তাঁর নাম যুক্ত হলে এবং বার্ধক্য ভাতা চালু হলে অত্যন্ত উপকৃত হবেন তিনি। ৫ মাস ধরে বার্ধক্য ভাতা পাচ্ছেন না ধীরেনবাবু।
ওই এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি জানিয়েছেন, ৫ বছর ধরে যে ধীরেন মাল- এর নাম ভোটার তালিকায় নেই, তা তাঁর জানা ছিল না। এই সমস্যা নিয়ে তাঁদের কাছে আসেননি ধীরেনবাবু। ৫ মাস ধরে যে তিনি বার্ধক্য ভাতা পাচ্ছেন না, সেটাও জানা ছিল না। তবে এই সমস্যার সমাধান করার চেষ্টা হবে। যত তাড়াতাড়ি সম্ভব ধীরেনবাবুর বার্ধক্য ভাতা চালুর আশ্বাস দিয়েছেন তিনি।






















