(Source: ECI/ABP News/ABP Majha)
Birbhum: বাড়ি থেকে উদ্ধার দেহ, ধুন্ধুমার সিউড়ি শহরে
Suri Death:পুলিশের চাপে আত্মহত্যার অভিযোগে পথ অবরোধ করেন মৃতের আত্মীয়-পরিজনেরা।
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: সিউড়ি শহরে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা। বাড়ি থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। পুলিশের চাপে আত্মহত্যার অভিযোগে পথ অবরোধ করেন মৃতের আত্মীয়-পরিজনেরা। অবরোধ হঠাতে গেলে ঢিল ছুড়ে পুলিশের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। বছর পঁচিশের ওই যুবকের নাম দয়াময় সাহা। পরিবারের দাবি, লকডাউনের সময় অনলাইন লটারির ব্যবসা শুরু করেন ওই যুবক। তাঁর বিরুদ্ধে কলকাতায় অভিযোগ দায়ের হয়। এর প্রেক্ষিতে গ্রেফতারও হন দয়াময়। পরিবারের অভিযোগ, পুলিশি টানাপোড়েনের জেরেই ভোররাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই যুবক।
যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে অগ্নিগর্ভ সিউড়ি শহরের রক্ষাকালীতলা এলাকা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করল পুলিশ। পরিবারের অভিযোগ, টাকা চেয়ে পুলিশের চাপ সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছে যুবক। আইসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় গ্রামবাসীদের। তদন্ত নিয়ে প্রবল বচসা হয়। তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আইসি চেপে ধরলেন বিক্ষোভকারীকে। শুরু হয় লাঠিচার্জ।
কী অভিযোগ:
এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের সিউড়ি শহর। মৃতের নাম, তন্ময় দাস। পরিবার সূত্রে খবর, রবিবার ভোররাতে বাড়ি থেকে উদ্ধার হয় বছর সাতাশের দয়াময় সাহার ঝুলন্ত দেহ। পুলিশের চাপে আত্মহত্যার অভিযোগ তুলে পথ অবরোধ করেন মৃতের আত্মীয়-পরিজনেরা। অবরোধ হঠাতে গেলে ঢিল ছুড়ে পুলিশের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। অভিযোগ, লকডাউনের সময় অনলাইন লটারির ব্যবসা শুরু করেন ওই যুবক। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তার জেরে গ্রেফতারও হন দয়াময়। পরিবারের অভিযোগ, মামলা তুলে নেওয়ার টোপ দিয়ে টাকা চেয়ে চাপ দিতে শুরু করেন সিউড়ি থানার এক এসআই। যদিও পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেনি মৃতের পরিবার। পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
তন্ময় দাসের বছর দেড়েকের সন্তান রয়েছে। পুলিশকে চাকা দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ। জেলা পুলিশ সুপার, ভাস্কর মুখোপাধ্যায় জানান, অভিযোগ ভিত্তিহীন। একবারও পুলিশ বাড়িতে হানা দেয়নি বলে দাবি। ঝামেলার ঘটনা পাঁচ জনকে আটক করা হয়েছে।
পাঁশকুড়া শহরে মাধ্যমিক (Mdhyamik 2023) পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। স্থানীয় সূত্রে খবর, কিশোরীর বাবা ক্যান্সার আক্রান্ত। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার জেরেই মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা কি না, খতিয়ে দেখছে পাঁশকুড়া থানার পুলিশ।
আরও পড়ুন: ফের প্রাণ কাড়ল অ্যাডিনোভাইরাস, শহরে মৃত্যু ২ শিশুর