Bengal SIR Row : SIR-কে সমর্থন করছেন ? বীরভূমের ইলামবাজারে মৃতের বাড়িতে গিয়ে কী বললেন অনুব্রত
Anubrata Mandal On Bengal SIR Row : বীরভূমের ইলামবাজারে বৃদ্ধের আত্মহত্যা ঘিরে রহস্য, মৃত বৃদ্ধের বাড়িতে শাসক নেতা, কী বললেন অনুব্রত ?

কলকাতা: পানিহাটি, দিনহাটার পর ইলামবাজার, ফের 'SIR আতঙ্কে' আত্মহত্যার দাবি ! বীরভূমের ইলামবাজারে বৃদ্ধের আত্মহত্যা ঘিরে রহস্য। মৃত বৃদ্ধের বাড়িতে পৌঁছলেন শাসক নেতা অনুব্রত মণ্ডল (TMC Leader Anubrata Mondal)।
অনুব্রত মণ্ডল বলেন, এরাই (পাশে দাঁড়ানো বাকিদের দিকে তাঁকিয়ে বললেন) ফোন করে ডেকেছিল, এরা দেখছে, তারপর কাল মন্ত্রী আসবেন। SIR আতঙ্ক নিয়ে প্রশ্ন তুলতেই, তিনি বলেন, রাজ্যে যেনও কেউ না মরে ( 'SIR আতঙ্কে' )। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, কোনও চিন্তা করার কারণ নেই। মৃতের পরিবারের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
প্রশ্ন: SIR এর আতঙ্ক রয়েছে ?
তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল : ওটা রাজ্য বলবে।
প্রশ্ন: SIR-কে সমর্থন করছেন ?
তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল : আমি বললাম না, ওটা রাজ্য বলবে।
পানিহাটির পর ইলামবাজার, 'SIR আতঙ্কে' ফের আত্মহত্যার অভিযোগ উঠল। ২০০২-এর তালিকায় নাম না থাকায়, এক বৃদ্ধ আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বলে দাবি তাঁর পরিবারের। আর এই অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। SIR ও NRC-র আতঙ্কে উত্তর ২৪ পরগনায় আত্মহত্য়া ও কোচবিহারে আত্মহত্য়ার চেষ্টার অভিযোগ ঘিরে চরমে রাজনীতি! এরইমধ্য়ে এবার..বীরভূমে এক বৃদ্ধের মৃত্য়ু ঘিরেও একই অভিযোগ উঠল!SIR আতঙ্কে বৃদ্ধ গলায় দড়ি দিয়ে আত্মহত্য়া করেছেন বলে অভিযোগ তুলল পরিবার। বীরভূমে মৃতের নাতনি হিরুবালা মজুমদার বলেন,দাদু আতঙ্কে ছিল। যদি দাদুকে তাড়িয়ে দেওয়া হয়, কোথায় যাবে? কী করবে, শেষ বয়সে এসে। ওই জন্য় দাদু সুইসাইড করেছে।ক্ষিতীশ মজুমদারের বয়স ৯৫। পরিবারের দাবি, ৩০ বছর ধরে, তিনি মেদিনীপুরে থাকতেন। কয়েকমাস আগে বীরভূমে ইলামবাজারে মেয়ের কাছে এসে থাকা শুরু করেন। বৃহস্পতিবার সকালে ঘর থেকে উদ্ধার হয় বৃদ্ধের ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, SIR আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন তিনি।
মৃতের মেয়ে পুতুল বিশ্বাস : রাতে খেয়ে দেয়ে শুয়েছে, তারপরে সকালে এসে দেখি, বাবা গলায় দড়ি দিয়েছে।
প্রশ্ন: কেন? কী কারণে?
মৃতের মেয়ে পুতুল বিশ্বাস : বলছে যে কী হবে? ... ভয়ে, আতঙ্কে...
প্রশ্ন: SIR নিয়ে আতঙ্কে ছিল?
মৃতের মেয়ে পুতুল বিশ্বাস : আতঙ্কে ছিল।
পরিবারের দাবি, ২০০২-এর ভোটার তালিকায় নাম ছিল না ক্ষিতীশ মজুমদারের। তা নিয়ে উদ্বেগে ছিলেন তিনি। বীরভূমে মৃতের নাতনি হিরুবালা মজুমদার বলেন, আতঙ্ক জানিয়েছিলেন যে, ওরা যেটা বলেছে, যে, ২০০২ সালে যাদের ভোটার লিস্টে না নাম থাকবে, তাদেরকে SIR থেকে বাদ দিয়ে দেওয়া হবে। দাদুর যেহেতু এসেছে অনেকদিন, কিন্তু ভোটের কার্ড, আধার কার্ড এগুলো আগে থেকে করা ছিল না, আগের দিনের মানুষ, হয়তো গুরুত্ব দেয়নি এসব কাগজপত্রর। বাংলাদেশ থেকে এসেছিল। আসার পরে ইলামবাজার, পশ্চিম মেদিনীপুর এই দুই জায়গাতেই থাকত।
প্রশ্ন: ২০০২ সালে তাঁর কি নাম ছিল?
বীরভূমে মৃতের নাতনি হিরুবালা মজুমদার : না, নাম ছিল না।
বীরভূমে মৃতের আত্মীয় মমতা বারুই বলেন, SIR নিয়ে একটা আতঙ্ক ছিল। বাংলাদেশ থেকে তো এসেছে, অনেক বছর আগে। বয়স্ক মানুষ। তারা বাংলাদেশে যে সমস্ত ডিটেনশন ক্য়াম্প... একদেশ থেকে ওদেশে তাড়িয়ে দিলে কত কষ্ট, সেগুলো তো জানে। ভেবেছে, আবার যদি সেই কষ্ট করতে হয় এই বয়সে, সেই জন্য় আত্মঘাতী হয়েছে। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে এনআরসি আতঙ্কে আত্মহত্য়ার অভিযোগের পর এবার বীরভূমে এসআইআর উদ্বেগে আত্মহত্য়ার অভিযোগ! পরপর দুটি মৃত্য়ু! চরমে উঠেছে রাজনীতি!বুধবার পানিহাটিতে মৃতের বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।আর বৃহস্পতিবার ইলামবাজারে মৃতের বাড়িতে যান অনুব্রত মণ্ডল।তৃণমূল বিধায়ক ও নারী ও শিশুকল্য়াণমন্ত্রী শশী পাঁজা বলেন, বিজেপি আতঙ্ক ছড়াচ্ছে। সেই আতঙ্কে ইনসিকিওরড ফিল করে এসব করছে। কমিশন SIR-এর মধ্য়ে দিয়ে NRC করাচ্ছে। আত্মহত্য়ার প্রকৃত কারণ ঘিরে রাজনৈতিক বিতর্কে জড়িয়েছে তৃণমূল ও বিজেপি!কিন্তু যাদের স্বজন গেল, তাঁদের ঘর খালি, চোখে জল!






















