Birbhum: কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ বীরভূমে গ্রেফতার ১ দুষ্কৃতী
Birbhum News: তাঁর থেকেই একটি আগ্নেয়াস্ত্র সহ দুটো কার্তুজ মিলেছে। ওয়ান শাটার পাইপ গান ও দু রাউন্ড কার্তুজ মিলেছে সেই দুষ্কৃতীর থেকে। অভিযুক্তের নাম শেখ আলেহিন ওরফে রাজু।
এরশাদ আলম, বীরভূম: একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার ১ ব্যক্তি। বীরভূমের (Birbhum) সদাইপুর থানা এলাকার ঘটনা। সেই থানার পুলিশ (Police) গতকাল রাতে গোপনে খবর পেয়ে এক দুষ্কৃতীকে (Miscreant) গ্রেফতার করে। তাঁর থেকেই একটি আগ্নেয়াস্ত্র সহ দুটো কার্তুজ মিলেছে। ওয়ান শাটার পাইপ গান (Shutter Pipe Gun) ও দু রাউন্ড কার্তুজ মিলেছে সেই দুষ্কৃতীর থেকে। জানা গিয়েছে অভিযুক্তের নাম শেখ আলেহিন ওরফে রাজু। তাঁর বাড়ি সদাইপুর থানার দুর্লভপুর গ্রামে।
কীভাবে দুষ্কৃতীর খোঁজ পেল পুলিশ?
দীর্ঘদিন ধরেই খোঁজ চলছিল এই দুষ্কৃতীর। পুলিশ সূত্রে জানা যায় যে, গতকাল রাতে চিনপাই বারুদ কারখানার পাশে রাস্তার ধারে ছিনতাইয়ের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল শেখ আলেহিন ওরফে রাজু। সেই সময়ই আচমকা সদাইপুর থানার পুলিশ গিয়ে তাকে ধরে ফেলে। আজ সিউড়ি আদালতে অভিযুক্তকে তোলা হচ্ছে। তাঁকে জিজ্ঞাসা করে আরও খোঁজ চালাবে পুলিশ। আরও কোথাও কোনও আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে কি না তা দেখবে।
মালদায় দুষ্কৃতীর খোঁজ মিলেছিল
কিছুদিন আগে মালদা জেলায় দুষ্কৃতীর খােঁজ মিলেছি। ঘটনাটি ঘটেছিল মালদার মানিকচক থানার গোপালপুর (Gopalpur) এলাকায়। সেই এলাকা থেকে চারটে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করা হয়েছিল।
এর আগে বীরভূমের কাঁকড়তলা পুলিশের জালে দুই কুখ্যাত দুষ্কৃতী উদ্ধার পড়েছিল। তাঁদের থেকেও ২টি আগ্নেয়াস্ত্র ও ২টি কার্তুজ উদ্ধার করা গিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে মধ্যরাত্রে বীরভূমের কাঁকড়তলা থানার পুলিশ গিয়ে এই ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে।
দীর্ঘদিন ধরেই ডাকাতির ছক কষছিল ২ দুষ্কৃতী। পুলিশের কাছে এই খবর আসার পরই তাঁরা তৎপর হয়ে ওঠে। পুলিশ খবর পেয়েছিল যে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকেছিল সেই দুষ্কৃতীরা। খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ বাহিনী গিয়ে জঙ্গলে তল্লাশি চালায় ও দুষ্কৃতীদের তাড়া করে ও এরপর হাতেনাতে তাদের ধরেও ফেলে।
আরও পড়ুন: 'অপা' অর্পিতারই, শান্তিনিকেতনের বাড়ির মালিকানা পার্থ ঘনিষ্ঠেরই, একসঙ্গে কিনেছিলেন জমি?