Birbhum News: মাটিতে পোঁতা দুটি ড্রাম, খুলতেই উদ্ধার ৪০টি তাজা বোমা
মাটিতে পোঁতা আছে দুটি ড্রাম। সাতসকালে তা দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরাই খবর দেন পুলিশকে। এরপর পুলিশ এসে সেই ড্রাম তুলে উদ্ধার করে ৪০টি তাজা বোমা। বৃহস্পতিবার বীরভূমের মাড়গ্রাম থানা এলাকার খারপুকুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
নান্টু পাল, বীরভূম: পুরভোটের (Municipality Election) মুখে বীরভূমের (Birbhum) মাড়গ্রামে ৪০টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ভোটে সন্ত্রাসের জন্যই তৃণমূলের (TMC) দুষ্কৃতীরা বোমা মজুত করছে, অভিযোগ বিরোধীদের। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, দুষ্কৃতীদের কাজ।
মাটিতে পোঁতা আছে দুটি ড্রাম। সাতসকালে তা দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরাই খবর দেন পুলিশকে। এরপর পুলিশ এসে সেই ড্রাম তুলে উদ্ধার করে ৪০টি তাজা বোমা। বৃহস্পতিবার বীরভূমের মাড়গ্রাম থানা এলাকার খারপুকুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই জায়গা থেকে ৫ কিলোমিটার দূরেই রামপুরহাট। সেখানে ভোট রয়েছে রবিবার।
এ দিনই রামপুরহাটের ১৩ নম্বর ওয়ার্ডে বালির ওপর সুতো বাঁধা সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। যদিও পরে পুলিশ জানায়, সুতো জড়ানো ওই বস্তু বোমা নয়। মঙ্গলবার এই রামপুরহাটেই ৭ নম্বর ওয়ার্ডে বোমা ফেটে জখম হয় এক বালক। সব মিলিয়ে পুরভোটের আগে এই ঘটনায় শাসকদলকে আক্রমণ করেছে বিরোধীরা।
বীরভূমের বিজেপির সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডলের কথায়, তৃণমূল দুষ্কৃতীরা ভয় দেখিয়ে আমাদের কিছু প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করিয়েছে। এখনও অনেকে লড়াইয়ে আছে। তাই ভোটের দিন বুথ জ্যাম করার জন্য তারা বিভিন্ন জায়গায় বোমা মজুত করেছে। তৃণমূল সরকারের আমলে দুয়ারে দুয়ারে বোমা পৌঁছে গেছে।
বীরভূম জেলা কমিটির সিপিএম সদস্য সঞ্জীব বর্মন বলেন, সাধারণ মানুষের সর্বনাশ আর তৃণমূলের পৌষমাস। রামপুরহাট পুরসভায় ভোট হলে তৃণমূল হারবে। অতএব ভোটাররা যাতে স্বাধীনভাবে রায়দান না করতে পারে, তার জন্য যা করার তৃণমূল করছে।
যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের কথায়, এ সব বাজে কথা। এর সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই। আমরা মনে করি, যারা এ কাজ করছে, তারা দুষ্কৃতী। পুলিশ কঠোর ব্যবস্তা নিক, এটাই চাই।
জেলা প্রশাসন সূত্রে খবর, রামপুরহাট পুরসভার মোট ওয়ার্ড ১৮। তার মধ্যে ৫টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ১৩টি ওয়ার্ডে ভোট হবে।