Rampurhat : '২ বছর ব্যবহার হয়নি ATM', এবার রামপুরহাটের ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে উধাও ৮০ হাজার টাকা !
Rampurhat Businessman : ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁকে জানায়, আমাজন থেকে তিনি অনলাইনে কিছু কিনেছেন। কিন্তু, দুই বছর ধরে ব্যবসায়ী ATM কার্ড ব্যবহার করেননি।
ভাস্কর মুখোপাধ্যায়, রামপুরহাট : রামপুরহাটে (Rampurhat) এক স্বর্ণ ব্যবসায়ীর (Businessman) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও টাকা। দুই বারে ৮০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এনিয়ে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ব্যবসায়ী। পাশাপাশি সাইবার ক্রাইমেও অভিযোগ জানানো হয়েছে।
এবিষয়ে জানতে সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন ওই ব্যবসায়ী। ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁকে জানায়, আমাজন থেকে তিনি অনলাইনে কিছু কিনেছেন। কিন্তু, দুই বছর ধরে ব্যবসায়ী ATM কার্ড ব্যবহার করেননি। তার পরেও কীভাবে টাকা কেটে নেওয়া হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। রামপুরহাট থানা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
আগেও উধাও টাকা !
তবে, অ্যাকাউন্ট থেকে টাকা উধাওয়ের ঘটনা এই প্রথম নয়। এর আগে গত এপ্রিল মাসে সোশাল মিডিয়ায় পাঠানো লিঙ্কে ক্লিক করতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের খবর সামনে আসে। সাইবার ক্রাইম বিভাগে এই অভিযোগ করেন সেক্টর ফাইভের ভিন রাজ্যের এক তথ্যপ্রযুক্তি কর্মী।
তথ্যপ্রযুক্তি কর্মীর অভিযোগ, দিন কয়েক আগে ফেসবুকে এক পরিচিতর ছবি সহ তাঁর কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। পরিচিতর ছবি দেখে তিনি ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করেন। তারপর একটি লিঙ্ক পাঠিয়ে বলা হয়, সেই লিঙ্কে ক্লিক করলে উপহার মিলবে। কৌতূহলবশত ওই ব্যক্তি লিঙ্কে ক্লিক করেন। তাঁর দাবি, এরপরই ব্যাঙ্ক অ্যাকাটউন্ট থেকে বেশ কয়েক হাজার টাকা গায়েব হয়ে যায়। সোশাল মিডিয়ায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে এভাবে প্রতারণার ঘটনা অভিনব বলেই জানান তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা।
গত জানুয়ারি মাসে প্রতারণার শিকার হন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ৩ অধ্যাপিকা। পুলিশ সূত্রে খবর অধ্যাপিকা দেবলীনা শেঠ দাবি করেন, ১২ জানুয়ারি, তাঁর স্যালারি অ্যাকাউন্টের KYC আপডেট করার জন্য মোবাইলে একটি SMS আসে। পর মুহূর্তে ফোন করা হয়। অভিযোগ, ওই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে দু’টি অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নেওয়া হয়। এরপরই, লালবাজারের সাইবার ক্রাইম শাখা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ৯৪ জন অধ্যাপক-অধ্যাপিকাকে নিয়ে একটি ওয়ার্কশপ করে।
কিন্তু, কীভাবে এই অভিনব কায়দায় প্রতারণা? সাইবার বিশেষজ্ঞরা বলেন, ‘ম্যাসেজ অ্যাটাক’ পদ্ধতিতে প্রতারণা করা হয়েছে।
আরও পড়ুন ; ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং ও সিম কার্ড তোলার ক্ষেত্রে আরও কড়াকড়ি, আসছে নতুন নিয়ম