Birbhum: মল্লারপুরের হাজিপুর গ্রামে ছেলের হাতে খুন বৃদ্ধ বাবা
Birbhum Murder: তাঁর তিন ছেলে বড় ছেলে থাকেন গুজরাটে। ছোট ছেলে ও মেজো ছেলে দুই জন বাড়িতে থাকে। কিছু দিন আগে মেজো ছেলের একটা সোনার বেসলেট হারিয়ে যায়। এই নিয়ে দুই ভায়ের মধ্যে প্রায় অশান্তি।
গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: খোয়া যাওয়া সোনার গহনা মিমাংসা করতে গিয়ে ছোট ছেলের হাতে খুন হলেন বাবা। ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার হাজিপুর গ্রামে। মৃত বাবার নাম সাবির আলি (৫০)। পরিবার সূত্রে জানা গেছে, হাজিপুরে বাসিন্দা সাবির আলি পেশায় শান্তিনিকেতনে বিশ্বভারতী সিকিউরিটি গার্ড। তাঁর তিন ছেলে বড় ছেলে থাকেন গুজরাটে। ছোট ছেলে ও মেজো ছেলে দুই জন বাড়িতে থাকে। কিছু দিন আগে মেজো ছেলের একটা সোনার বেসলেট হারিয়ে যায়। এই নিয়ে দুই ভায়ের মধ্যে প্রায় অশান্তি।
গত সন্ধ্যেয় বাবা সাবির শান্তিনিকেতন থেকে বাড়ি আসে মিমাংসা করার জন্য। রাত্রে দিকে দুই ভাইকে নিয়ে মিমাংসা করার জন্য বসে। মিমাংসা চলাকালীন ছোট ছেলে সাহাউদ্দিন আলী হাঠাৎ করে মেজো ভাই আবুতালিম আলী কে একটি ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করে। তখন বাবা তাদের আটকাতে গেলে ছোট ছেলে তার বাবার বুকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পরে। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করে মল্লারপুর থানার পুলিশ।
এদিকে কিছুদিন আগেই, রেললাইনের (Train Line) মাঝে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পাশে মোবাইল-সহ বেশ কিছু জিনিস পড়ে ছিল। প্রাথমিকভাবে অনুমান ট্রেনে কাটা (Rail) পড়েই তার মৃত্যু হয়েছে। যদিও রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে আজ সকালে নলহাটি চাতরা স্টেশনের মাঝের নলহাটি আদিবাসী পাড়া এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে (Rampurhat Medical college Hospital) পাঠানো হবে।
উল্লেখ্য আজ সকালে ইএম বাইপাসে (EM Bypass) বিজ্ঞাপনের হোর্ডিং থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। মেট্রোপলিটন মোড়ের কাছে বিজ্ঞাপনের হোর্ডিংয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত দেহটি আজ সকালে স্থানীয়দের নজরে আসে। প্রগতি ময়দান থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে।