Birbhum News: 'আড্ডা মারছিলেন, সেইসময় বেশ কয়েকজন...', হাসপাতালে অনুব্রত-সমর্থক ; কাঠগড়ায় কাজল-ঘনিষ্ঠরা
TMC News: এনিয়ে বোলপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর : কোর কমিটির বৈঠক শেষ হতেই বীরভূমের নানুরের বাহিরি গ্রামে অনুব্রত মণ্ডলের এক সমর্থককে মারধরের অভিযোগ উঠল। মারধরের অভিযোগ উঠল কাজল শেখ-ঘনিষ্ঠদের বিরুদ্ধে। আহত শোভন থান্ডারের মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি, হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। এনিয়ে বোলপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
কী ঘটনা ?
গতকাল সন্ধের সময় বোলপুর থানার নানুর বিধানসভার বাহিরি গ্রামের তৃণমূল কর্মী শোভন থান্ডারকে প্রচণ্ড মারধরের অভিযোগ ওঠে। তাঁকে লাঠি ও বাঁশ দিয়ে পেটানো হয়। তাঁর ২টি পা ও ২টি হাতে আঘাত করা হয়। এই ঘটনায় শোভন থান্ডারের একটি পা ও একটি হাত ভেঙেছে। তাঁর মাথায় চোট লেগেছে বলে অভিযোগ। তাঁকে গুরুতর আহত অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গতকালই তল্লাশি চালিয়ে পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। বিজেপির দাবি, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা।
শোভন থান্ডারের বক্তব্য, তিনি অনুব্রত মণ্ডলের অনুগামী। বোলপুরের পার্টি অফিসে আসছিলেন। তার জন্য তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। তাঁর অভিযোগ, গতকাল তিনি যখন আড্ডা মারছিলেন, সেইসময় বেশ কয়েকজন এসে তাঁকে আক্রমণ করেন। লাঠি দিয়ে তাঁকে আঘাত করা হয়। মাথা ফাটানো হয়। হাতে-পায়েও আঘাত করা হয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন ও গ্রামবাসী। শোভন থান্ডারের বক্তব্য, তিনি অনুব্রত মণ্ডলের অনুগামী হওয়ায় এই ঘটনা ঘটেছে। কাজল শেখের অনুগামীরা তাঁকে মারধর করেছেন। বিজেপির দাবি, এলাকা দখলের লড়াই নিয়ে এই ঘটনা। যেহেতু শনিবার কোর করমিটির বৈঠক হয়েছে, তাই রবিবারেই এই ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা এখন চলবে। যত ভোট এগিয়ে আসবে তত মারধর বাড়বে।
শনিবার বীরভূমে কোর কমিটির বৈঠকে মুখোমুখি হন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। বৈঠক শেষে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানান, কোর কমিটির চেয়ারম্যান করা হয়েছে, তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। সদস্য সংখ্যা ৬ থেকে বেড়ে হয়েছে ৭। অথচ কিছুক্ষণের মধ্যেই কাজল শেখ দাবি করেন, অনুব্রত মণ্ডল চেয়ারম্যান হননি। এরপরই রবিবার ফের সামনে এল ২ গোষ্ঠীর দ্বন্দ্ব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে