Post Poll Violence: 'সিবিআই প্রণম্য, আমি তো মিষ্টি খাওয়াব' জিজ্ঞাসাবাদের পর উচ্ছ্বসিত বিজেপি নেতা
BJP: ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে, বীরভূম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ, স্বাস্থ্য আধিকারিক, জেলাস্তরের একাধিক তৃণমূল নেতা ও আইপ্যাকের এক কর্মীকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
বীরভূম: বিধানসভা ভোটের (Assembly Election) রেজাল্টের পর, কেন ফোন করা হয়েছিল অনুব্রতকে? জানতে, বীরভূমের (Birbhum) বিজেপি নেতা (BJP Leader) কালোসোনা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এ ছাড়াও ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে, বীরভূম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ, স্বাস্থ্য আধিকারিক, জেলাস্তরের একাধিক তৃণমূল নেতা ও আইপ্যাকের এক কর্মীকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ; ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় প্রথমবার কোনও বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ। বীরভূমের বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করল CBI। এই মামলায় প্রথমে অনুব্রত মণ্ডল তারপর, তাঁর ঘনিষ্ঠ ৫ তৃণমূল বিধায়ক ও জেলাস্তরের একাধিক নেতাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
গত বছর ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন বীরভূমের ইলামবাজারে গৌরব সরকার নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে FIR দায়ের হয়। সিবিআই সূত্রে খবর, বিধানসভা ভোটের ফল ঘোষণার পর বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে যাঁরা ফোন করেছিলেন, কললিস্ট দেখে তাঁদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কালোসোনা মণ্ডলের কথায়: বীরভূমের বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলের কথায়, ওই সময় বিভিন্ন নেতাদের ফোন করেছিলাম। সেইসময় বিজেপি আক্রান্ত হওয়ায় ফোন করতাম। অনুব্রতকে ফোন করেছিলাম কিনা জানি না। সোমবার, দর্গাপুরে, NIT’র গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে চলে কালোসোনা মণ্ডলকে প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
সকাল সাড়ে ৯টায় সিবিআইয়ের ক্যাম্পে ঢোকেন তিনি। বের হন, সাড়ে ১২টা নাগাদ। বেরিয়ে কালোসোনা মণ্ডল বলেন, 'খুব খুশি। কোনও বিড়ম্বনা হয়নি। সিবিআই প্রণম্য। এত ভাল ব্যবহার, আমি তো মিষ্টি খাওয়াব'
এ দিন কালোসোনা মণ্ডল ছাড়াও, অনুব্রত মণ্ডলের কললিস্ট ঘেঁটে, বীরভূম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ আবু জাহের রানা, জেলার স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি কুমার আড়ি, তৃণমূলের নলহাটির ব্লক সভাপতি বিভাস অধিকারী, পশ্চিম বর্ধমানের তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়, বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য কুমার গোস্বামী, রুবিনা বিবি নামে বীরভূমের এক তৃণমূল কর্মী ও ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা, আইপ্যাকের বীরভূমে নিযুক্ত এক কর্মীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের খবর, প্রত্যেকের কাছেই জানতে চাওয়া হয়, অনুব্রতকে ফোন করার কারণ।
আরও পড়ুন: Student Protest: 'কেন উচ্চমাধ্যমিকে ফেল করানো হল?' পড়ুয়াদের বিক্ষোভে তুলকালাম শিক্ষা সংসদ চত্বরে