Rampurhat Violence: ফেরারদের খোঁজে তল্লাশিতে বগটুই গ্রামের পাঁচ জায়গায় CBI’র গোয়েন্দারা
রামপুরহাট হত্যাকাণ্ডে পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি! বুধবার, ফেরার অভিযুক্তদের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি চালাল CBI। এদিন সকালে বগটুই গ্রামের পাঁচটি জায়গায় তল্লাশি চালান গোয়েন্দার।
![Rampurhat Violence: ফেরারদের খোঁজে তল্লাশিতে বগটুই গ্রামের পাঁচ জায়গায় CBI’র গোয়েন্দারা birbhum CBI reached five places in Bogtui village in search of the fugitives in rampurhat case Rampurhat Violence: ফেরারদের খোঁজে তল্লাশিতে বগটুই গ্রামের পাঁচ জায়গায় CBI’র গোয়েন্দারা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/27/19aec5095b9818f80e4b3372727bff46_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
প্রকাশ সিনহা, সন্দীপ সরকার ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: রামপুরহাট হত্যাকাণ্ডে (Rampurhat Violence) এখনও পলাতক অনেকেই। আজ তাঁদের খোঁজে বগটুই গ্রামের (Bogtui Village) পাঁচ জায়গায় তল্লাশি চালালেন CBI’র গোয়েন্দার। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি, এক প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করে CBI।
রামপুরহাট (Rampurhat) হত্যাকাণ্ডে পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি! বুধবার, ফেরার অভিযুক্তদের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি চালাল CBI। এদিন সকালে বগটুই গ্রামের পাঁচটি জায়গায় তল্লাশি চালান গোয়েন্দার।
গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন CBI’র গোয়েন্দারা। এদিন বগটুইয়ে ভাদু শেখের পুরোন বাড়িতেও যান CBI’র আধিকারিকরা। শাহ আলম শেখ নামে এক প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করা হয়। বাতাসপুরে আত্মীয়ের বাড়ি থেকে এদিন, পুলিশি পাহারায় বগটুইয়ের পাশের গ্রাম কুমাড্ডায় আরেক আত্মীয়ের বাড়িতে এলেন মিহিলাল শেখ।
কুমাড্ডায় এসে মিহিলালদের সঙ্গে কথা বলেন রামপুরহাটের SDPO। বগটুই হত্যাকাণ্ডে নিহত নাজিমা বিবির পরিবারের হাতে এদিন আর্থিক সাহয্যের চেক তুলে দেয় জেলা প্রশাসন।
বগটুই নিয়ে লোকসভায় মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর: খুন, ধর্ষণ, হানাহানি নয়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসাই লক্ষ্য। বগটুই নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে লোকসভায় এমনই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কিন্তু তাঁর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল এবং বাম-কংগ্রেস নেতৃত্ব। তাঁদের অভিযোগ, শাহের মুখে নির্বাচন, মতাদর্শের কথা ভূতের মুখে রামনামেরই সমান। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গুজরাত দাঙ্গার (Gujarat Riots) প্রসঙ্গ মনে করিয়ে দিয়েছেন তাঁরা।
পুরসভা সংশোধনী বিল নিয়ে আলোচনায় বগটুই: এক দিন আগেই দিল্লি পুরসভা সংশোধনী বিল নিয়ে কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ দিন লোকসভায় দিল্লি পুরসভা সংশোধনী বিল নিয়ে আলোচনা শুরু হলে তৃণমূলকে পাল্টা আক্রমণ করতে দেখা যায় শাহকে। তিনি বলেন, “কে চায় না সব জায়গায় নিজেদের সরকার গড়তে? আপনারাও তো গোয়া, ত্রিপুরায় গিয়েছেন। আপনারা যান, এতে আপত্তির কী রয়েছে? আপত্তি তাঁদের হতে পারে, যাঁদের মনে ক্ষমতা হারানোর ভয় রয়েছে। আমরা নির্বাচন, মতাদর্শের মাধ্যমে ক্ষমতা দখল করতে চাই। কিন্তু বিরোধীদের কর্মীদের খুন করে, মা-বোনদের ধর্ষণ করে ক্ষমতায় আসতে চাই না।”
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)