Birbhum News : স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ কিশোরের, দোলের দিনে শোকস্তব্ধ দুবরাজপুরের আচার্য পাড়া
B irbhum Drowning Death : সাঁতার না জানাতেই এরকম মর্মান্তিক পরিণতি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
এরশাদ আলম, দুবরাজপুর (বীরভূম) : উৎসবের দিনে শোকের আবহ বীরভূমের (Birbhum) দুবরাজপুরের (Dubrajpur) আচার্য পাড়ায়। দোল উৎসব (Holi 2022) পালনের পর পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল দুই কিশোরের (Youth)। একাদশ শ্রেণীর দুই কিশোরের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।
স্থানীয় সূত্রে খবর, সকাল থেকে বন্ধুদের সঙ্গে রং খেলায় মেতেছিল ১৭ বছরের দুই কিশোর। করোনার আবহে গত দু'বছর রঙের উৎসব পালনে বাধা পড়েছিল। এবারে মারণ ভাইরাসের প্রকোপ কমতে নতুন উদ্দমে উৎসবে মেতেছিলেন সকলেই। বাদ ছিল না দুবরাজপুরের আচার্য পাড়াও। তখন কে জানত দুপুরে গড়াতে না গড়াতেই এমন মর্মান্তিক দুর্ঘটনা অপেক্ষা করছে। দোল উৎসব পালনের পর বাকি বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি পুকুরে স্নান করতে গিয়েছিল ওই দুই কিশোরও। সেখানেই ঘটে বিপত্তি। সাঁতার না জানাতেই এরকম মর্মান্তিক পরিণতি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
দুই কিশোর জলে ডুবে যাওয়ার পরই তাদের বন্ধুদের চিৎকারে জড়ো হন স্থানীয়রা। তারাই জোরকদমে তাদের খুঁজে বের করার কাজে হাত লাগান। পৌঁছে যান দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে। ঘটনাস্থলে দ্রুত এসে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশও। তারাই পুকুর থেকে তাদের উদ্ধারের পর দুবরাজপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা জানিয়ে দেন, দুই কিশোরের দেহেই আর প্রাণ নেই। জানা গিয়েছে মৃত দুই কিশোরের নাম সুব্রত দাস ও স্নেহাশীষ দে।
দুবরাজপুরের মতোই একরকম মর্মান্তিকভাবে কলকাতার গড়িয়ার ব্রহ্মপুর এলাকাতেও জলে ডুবে মৃত্যু হয়েছে এক কিশোরের। রং খেলে দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু (Drowned to death) হয়েছে এক কিশোরের (Young boy)। বাঁশদ্রোণী থানা (Bashdroni Police Station) এলাকায় ক্লাস নাইনের ছাত্রের এহেন অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।