(Source: ECI/ABP News/ABP Majha)
Birbhum: বীরভূমের নানুরে পারিবারিক বিবাদের জেরে খুন স্ত্রী, অভিযুক্ত স্বামী
Birbhum: ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার অন্তর্গত সিধাই গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গ্রামেরই হানিফ শেখ এর সঙ্গে বছর দুয়েক আগে বিয়ে হয় মরিয়মের।
গোপাল চট্টোপাধ্যায়, নানুর: পারিবারিক বিবাদের জের। ধারালো অস্ত্র দিয়ে স্বামীর হাতে স্ত্রী খুন। ঘটনাস্থলে নানুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার অন্তর্গত সিধাই গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গ্রামেরই হানিফ শেখ এর সঙ্গে বছর দুয়েক আগে বিয়ে হয় মরিয়মের। তারপর থেকেই অশান্তি চলতে বলে পরিবার সূত্রে খবর। দীর্ঘদিন ধরে মরিয়ম বিবির সাথে তার স্বামী শেখ হানিফ এর পারিবারিক বিবাদ চলছিল। শুক্রবার দুপুরে তা চরম আকার নেই। এরপর বাড়ির খামারে, মরিয়ম বিবি যখন দাঁড়িয়ে থাকে ঠিক সেই সময়ই, ধারালো অস্ত্র দিয়ে কম মারতে থাকে শেখ মরিয়ম। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। জখম হয়েছে স্বামী হানিফ শেখও। তাকে গুরুতর অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পারিবারিক বিবাদের জেরে গৃহবধূর খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নানুরে। খুনের ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।ঠিক কি কারণে খুন তা তদন্ত শুরু করেছে নানুর থানা পুলিশ।
এদিকে গতকালই বরানগরে দাম্পত্য কলহের জেরে চলেছিল গুলি। বরানগরের এ কে মুখার্জি রোডের ঘটনা। পুলিশ সূত্রে খবর, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপরই স্ত্রী বাপের বাড়়ি চলে যান। স্বামী তাঁর স্ত্রীকে ফিরিয়ে গিয়েছিলেন তাঁর শ্বশুরবাড়ি। এরপরই সেই ব্যক্তি রাস্তায় চিৎকার করেন ও এরপরই ২ রাউন্ড গুলি চালানো হয়। এরপরই যদিও সেই ব্যক্তি ফেরার হয়ে যান এলাকা থেকে। তার বিরুদ্ধে খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। কীভাবে সেই ব্যক্তির কাছে অস্ত্র এল তাও খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ও তাঁর পরিবারের লোকের সঙ্গেও এই নিয়ে কথা বলছে পুলিশ। তবে পরিবার সূত্রে জানা গিয়েছে যে, বেশ কিছুদিন ধরেই পরিবারিক ঝামেলা চলছিল। স্বামী-স্ত্রীয়ের মধ্যে ঝামেলা বড় আকার নিয়েছিল। বারবারই অভিযুক্ত সেই ব্যক্তির স্ত্রী বাপের বাড়ি চলে আসার ভয় দেখাতেন বাড়িতে। কিন্তু এতটা গুরুতর আকার নেবে এই পারিবারিক ঝামেলা, তা বুঝতে পারেননি কেউই। পুলিশ অভিযুক্ত সেই ব্যক্তিকে খুঁজছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।