Birbhum News: বোলপুরের IC-কে বেলাগাম ভাষায় আক্রমণ, সাসপেন্ড বীরভূমের জেলা TMCP সভাপতি ! ' অনুব্রত নামক ব্র্যান্ডকে দমানোর চেষ্টা ..'
Birbhum TMCP President Suspend : তৃণমূল ছাত্র পরিষদ নেতার ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, ৬ বছরের জন্য সাসপেন্ড করা হল বীরভূমের জেলা TMCP সভাপতিকে !

কলকাতা: ফের পুলিশকে বেলাগাম ভাষায় আক্রমণ তৃণমূলের। অভিযোগ, বোলপুরের IC-কে নিশানা করেছিলেন TMCP নেতা বিক্রমজিৎ সাউ। বিতর্কের জেরে এবার ৬ বছরের জন্য সাসপেন্ড করা হল বীরভূমের জেলা TMCP সভাপতিকে !
আরো পড়ুন, অমিত শাহের 'দিদির পেটে ব্যথা' কটাক্ষর কড়া জবাব TMC-র, 'অপারেশন বেঙ্গল' নিয়ে বড় প্রশ্ন চন্দ্রিমার !
'এই লিটন হালদার অনুব্রত নামক ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করছে..'
মূলত তৃণমূল ছাত্র পরিষদ নেতার ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক ওঠে। ভাইরাল ভিডিও-তে দেখা যায়, বোলপুরের IC-কে বেলাগাম আক্রমণ করছেন বীরভূম জেলা TMCP নেতা বিক্রমজিৎ সাউ। অভিযুক্তকে সেখানে বলতে শোনা যায়, 'এই লিটন হালদার অনুব্রত নামক ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করছে। তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা IC, সরকারি কর্মচারী। যদি অন্যায় করে থাকি, আমাকে শাস্তি দিও, পারলে আমার নামে কেস করো। CID-র গ্যারাজ পোস্টিংয়ে ছিলে। তোমাকে দয়া করে দল, সরকার আজকে এই জায়গায় দিয়েছে।'
'পুলিশের দ্বিতীয় নোটিসেও হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল'
অপরদিকে, আজও হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। বোলপুরের IC-কে কদর্য কথা, দ্বিতীয় দিনও এসডিপিও অফিসে গেলেন না তিনি। পুলিশের দ্বিতীয় নোটিসেও হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। মেডিক্যাল রিপোর্ট নিয়ে এসডিপিও অফিসে অনুব্রতর আইনজীবী । অনুব্রত অসুস্থ, চক্রান্তের শিকার, দাবি তাঁর আইনজীবীর ।
' 'অনুব্রত IC-কে কোনও ফোন করেননি, AI-এর মাধ্যমে অডিও, বিজেপি যুক্ত থাকতে পারে'
পাশাপাশি, অনুব্রত -ঘনিষ্ঠ তৃণমূল নেতার দাবি, অনুব্রত অসুস্থ, বাড়িতে শুয়ে আছেন। 'অনুব্রত IC-কে কোনও ফোন করেননি। AI-এর মাধ্যমে অডিও, বিজেপি যুক্ত থাকতে পারে', অভিযোগ তাঁর। দল যা নির্দেশ দেবে অনুব্রত তাই করবেন, জানালেন কেষ্ট ঘনিষ্ট তৃণমূল নেতা গগন সরকার । এসডিপিও অফিসে অনুব্রত মণ্ডলের আইনজীবী। গতকালও এসডিপিও অফিসে এসে অনুব্রতর অসুস্থতার কথা জানিয়ে যান আইনজীবীরা।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















