Birbhum News : টাকা নিয়ে বিক্রি করা হচ্ছে রক্ত, বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে দালালরাজ
Blood : রক্ত নিয়ে চলছে দালালরাজ। টাকা নিয়ে বিক্রি করা হচ্ছে রক্ত। চাঞ্চল্যকর অভিযোগ উঠল বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা।
আবীর ইসলাম, বোলপুর (বীরভূম) : কথায় বলে- রক্ত দান, জীবন দান। কিন্তু সেই রক্ত নিয়ে দালালচক্রের অভিযোগ উঠল বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে (Bolpur Super Speciality Hospital)। যে রক্ত কেনা-বেচা নিষিদ্ধ। অভিযোগ, সেই রক্ত পেতে গুণতে হচ্ছে হাজার হাজার টাকা!
ঠিক কী অভিযোগ
নানুরের বাসিন্দা মফিজুল হক। জেলারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর এক আত্মীয়। জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হওয়ায় ছুটে আসেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। মফিজুলের অভিযোগ, হাসপাতালে প্রথমে বলা হয় রক্ত (Blood) নেই। পরে হাসপাতাল থেকে বেরোনোর পর এক ব্যক্তি ডেকে বলেন, রক্ত পাওয়া যেতে পারে। তবে লাগবে ৫ হাজার টাকা। একই অভিযোগ লাভপুরের বাসিন্দা শিউলি বাগচীরও।
কী জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ
ঘটনায় ইতিমধ্যেই বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগ কার্যত স্বীকার করে নিয়ে সুপারের দাবি, ইতিমধ্যেই একজনকে সনাক্ত করা হয়েছে। বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু বলেছেন, 'অভিযোগ পাওয়ার পর যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। আগামী দিনে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তা জোরদার করা হবে।'
ঘটনার নেপথ্যে একজন না কি বড় কোনও চক্র কাজ করছে খতিয়ে দেখা হচ্ছে।
কদিন আগেই রোগীদের রক্ত দেওয়ার সময় অদল বদলের মারাত্মক অভিযোগ উঠেছিল বীরভূমের (Bibhum) রামপুরহাট মেডিক্যালে। O পজিটিভ ব্লাড গ্রুপের রোগী পান B পজিটিভ রক্ত! আর B পজিটিভ ব্লাড গ্রুপের রোগীকে দেওয়া হয় O পজিটিভ রক্ত! ঘটনার সত্যতা স্বীকার করে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। লিখিত অভিযোগ দায়ের করে দুই রোগীর পরিবার। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার।
আরও পড়ুন- সরকারি হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে রোগীর রক্ত অদল-বদল! মারাত্মক অভিযোগ রামপুরহাটে