Birbhum News: পথদুর্ঘটনায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর কন্যা-সহ ২ জনের মৃত্যু, আশঙ্কাজনক এক
গতকাল রাতে ইলামবাজারের চৌপাহাড়ি মোড়ে দুর্ঘটনা ঘটে। দুর্গাপুর থেকে ইদের কেনাকাটা সেরে দুটি গাড়িতে করে বোলপুরে ফিরছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি দেহরক্ষী, তাঁর স্ত্রী, শিশুকন্যা-সহ কয়েকজন।
আবির ইসলাম ও সুকান্ত মুখোপাধ্যায়, বীরভূম: বীরভূমের (Birbhum) ইলামবাজারে পণ্যবোঝাই ডাম্পারের সঙ্গে গাড়ির সংঘর্ষে (Accident)মৃত্যু হল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষীর (Security Guard) শিশুকন্যা-সহ ২ জনের। গাড়ি চালকের অবস্থাও আশঙ্কাজনক। ডাম্পার চালক পলাতক। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল সিবিআই।
View this post on Instagram
বীরভূমের ইলামবাজারে দুর্ঘটনা: দুর্গাপুর থেকে ইদের কেনাকাটা সেরে গতকাল দুটি গাড়িতে করে বোলপুরে ফিরছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেন, তাঁর স্ত্রী, শিশুকন্যা-সহ কয়েকজন। একটি গাড়িতে দেহরক্ষীর স্ত্রী ও শিশুকন্যার সঙ্গে ছিলেন পারিবারিক বন্ধু মাধব কৈবর্ত। রাত ১২টা নাগাদ ইলামবাজারের চৌপাহাড়ি মোড়ে দুর্ঘটনার কবলে ওই গাড়িটি।ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল নেতার দেহরক্ষীর শিশুকন্যা ও বন্ধুর।
দিনকয়েক আগে মুর্শিদাবাদের ডোমকলে দুর্ঘটনায় বেসরকারি বাসের সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পিক আপ ভ্যান চালকের মৃত্যু।আহত ১২ জন বাসযাত্রী। সকাল ৭টা নাগাদ ডোমকল-জলঙ্গি রাজ্য সড়কে হারুর পাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। করিমপুর থেকে বহরমপুরগামী বাসের সঙ্গে ডোমকল থেকে জলঙ্গিগামী পিক আপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় পিক আপ ভ্যান চালকের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: Weather Update: আপাতত জারি তাপপ্রবাহ, সোমবার ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ