Birbhum Political Murder : রামপুরহাটে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান খুনে দুষ্কৃতীদের চিনতে পেরেছেন প্রত্যক্ষদর্শীরা
উপপ্রধানের ওপর হামলার সময় সেখানে কয়েকজন উপস্থিত ছিলেন। সেই প্রত্যক্ষদর্শীরা দুষ্কৃতীদের চিনতে পেরেছেন বলে পুলিশ সূত্রে খবর।
নান্টু পাল ও আবির ইসলাম, রামপুরহাট : বীরভূমের রামপুরহাটে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এমনটাই পুলিশ সূত্রে দাবি। এরপরই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় গ্রামে।
১০টি বাড়িতে আগুন
তৃণমূল উপ প্রধান খুনের পর উত্তপ্ত হয়ে ওঠে রামপুরহাট । তৃণমূল নেতা খুনের পর বকটুই গ্রামের অন্তত ১০টি বাড়িতে আগুন লাগে। কেউ পরিকল্পনা করে আগুন লাগালো, নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। মোট ১০ জনের দেহ উদ্ধার করা হয়েছে, জানিয়েছে দমকল । ঘটনার পর থমথমে গ্রাম, এলাকায় পুলিশ পিকেট।
উপপ্রধানের ওপর হামলার সময় সেখানে কয়েকজন উপস্থিত ছিলেন। সেই প্রত্যক্ষদর্শীরা দুষ্কৃতীদের চিনতে পেরেছেন বলে পুলিশ সূত্রে খবর। গ্রামে উত্তেজনা থাকায় সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে।
সোমবার জাতীয় সড়কের ধারে, দোকানে চা খাওয়ার সময়, তাঁকে লক্ষ্য বোমা ছোড়ে দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। কিন্তু, তাঁকে বাঁচানো যায়নি। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে আঙুল তুলেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
সাম্প্রতিক খুন
গত ১৩ মার্চ, ভরসন্ধেয় পাড়ার মধ্যে তৃণমূল কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন! ভয়ঙ্কর ঘটনা উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তর। অন্য়দিকে ত্রিশঙ্কু ঝালদা পুরসভায় কংগ্রেসের প্রতীকে জিতেছিলেন তপন কান্দু, যাঁকে গুলি চালিয়ে খুন করা হয়। নিহতের স্ত্রীর অভিযোগ, জয়ের পর থেকেই তপন কান্দুকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল, যার সঙ্গে যুক্ত থানার আইসি-ও।
পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় সুপারি কিলার গ্রেফতার হলেও, মাস্টারমাইন্ড কে, এখনও জানা যায়নি। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে আততায়ী এখনও ধরা পড়েনি। তার মধ্যেই এবার বীরভূমে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানেক খুন! কেন এভাবে একের পর এক খুন? কবে থামবে এই রক্ত ঝরা?