Anubrata Mondal: জমি দিয়েও হয়নি শিল্প! অনুব্রতর বিরুদ্ধে বিক্ষোভ গ্রামবাসীদের
Birbhum: অনুব্রতর বিরুদ্ধে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ বিক্ষোভকারীদের।
আবীর দত্ত, বীরভূম: বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতা তৃণমূলের অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর এখন রয়েছেন জেলে। তিনি জেলে থাকাকালীন, বীরভূমেরই (Birbhum) বোলপুরে তাঁর বিরুদ্ধে পড়ল পোস্টার। ঘটনাস্থল বোলপুরের শিবপুর মৌজার গীতবিতান প্রকল্প। শুধু তাই নয়, বৃহস্পতিবার, আবাসন প্রকল্পের গেটের সামনে পোস্টার হাতে বিক্ষোভ দেখান জমিদাতাদের একাংশ।
কী অভিযোগ:
বিক্ষোভকারীদের অভিযোগ, শিল্পের নামে জমি নেওয়া হয়েছিল এখানে। কিন্তু শিল্পের নামে অধিগ্রহণ হলেও এখানে শিল্প হয়নি। জমিদাতারা ঠিকমতো ক্ষতিপূরণও পাননি বলে অভিযোগ। এখানেই শেষ নয়, বিক্ষোভরত জমিদাতাদের অভিযোগ, জমি দিয়েছেন এমন কৃষকদের মাদক-মামলায় ফাঁসিয়ে জেলও খাটান অনুব্রত মণ্ডল। বোলপুরের শিবপুর মৌজার- এক বাসিন্দার অভিযোগ, 'আমাদের অভিযোগ হচ্ছে, শিল্পের নাম করে জমি নেওয়া হয়েছিল। সেই জমির ওপর প্রোমোটারি ব্যবসা চলছে। এটা পুরোপুরি অনুব্রত মণ্ডলের অঙ্গুলিহেলনে চলছে। আমাদের আন্দোলন থিতিয়ে ছিল, আমরা পুনরায় উজ্জীবিত হয়েছি আন্দোলনের জন্য।'
কবে নেওয়া হয়েছিল জমি?
২০০৩-০৪ সাল, রাজ্যে ক্ষমতায় বামেরা। সেই সময় কারখানা তৈরির জন্য বোলপুরের শিবপুর মৌজার ২৯৭ একর জমি অধিগ্রহণ করে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (West Bengal Industrial Infrastructure Development Corporation) বা WBIIDC। স্থানীয়দের দাবি, শিল্প হবে এবং স্থানীয়দের কর্ম সংস্থান হবে এই বলে জমি নেওয়া হয়েছিল। বিঘা প্রতি ৬৮ হাজার টাকা দিয়েছিল WBIIDC। তবে, জমিদাতাদের অনেকেই আরও ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের দাবিতে আন্দোলন করেছিলেন। তাঁদের দাবি, সেই সময় তাঁদের দাবির পাশে দাঁড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। এসেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়ও। তারপর, রাজ্যে পালাবদল হয়েছে। সিপিএম গেছে, ক্ষমতায় এসেছে তৃণমূল। অন্দোলনকারীদের দাবি, এরপরই ভোলবদল হয় অনুব্রত মণ্ডলের। প্রশাসন ও পুলিশকে দিয়ে বারবার আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আমাদের কেস দিয়েছে, আমাদের বাড়ি ছাড়া করিয়েছে। আরও আমাদের জেল খাটায়। অনুব্রত মণ্ডল ভয় দেখায় গাঁজা কেস দেব, এই আর্মস আছে। পার্থ চট্টোপাধ্যায় এসেছিলেন, বলেছিল টাকা দেবে। দেয়নি।' মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও তৃণমূল বিধায়ক ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, 'এটা আমাদের সরকারের আগে অধিগ্রহণ হয়েছিল। যারা বলছে নোংরামি করছে।'
আরও পড়ুন: দেখলে তবেই বিশ্বাস হবে বাংলার দুর্গাপুজো কত বড় উৎসব, ইউনেস্কোর প্রতিনিধিদের বললেন সৌরভ