Birbhum News: গানে কবিতায় প্রতিবাদ, অমর্ত্য সেনের বাড়ির কাছে সাড়ম্বরে রবি-স্মরণ
West Bengal: তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের শিক্ষক, অধ্যাপক ও শিক্ষা কর্মীরা অবস্থান মঞ্চে যোগ দেন।
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: প্রবল গরমে শান্তিনিকেতনে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান কাটছাঁট করা হলেও, অমর্ত্য সেনের বাড়ির কাছে প্রতিবাদ মঞ্চে সাড়ম্বরে রবি-স্মরণ। তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের শিক্ষক, অধ্যাপক ও শিক্ষা কর্মীরা অবস্থান মঞ্চে যোগ দেন।
প্রতিবাদ মঞ্চে সাড়ম্বরে রবি-স্মরণ: বাঙালির কাছে তিনি রবি ঠাকুর। তাই ক্যালেন্ডারে মঙ্গলবার হলেও, আজ রবি-বার। রবীন্দ্রনাথের ১৬৩ তম জন্মদিন। সকাল থেকে রাজ্যজুড়ে নানা অনুষ্ঠান। কোথাও প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কথায়-গানে-কবিতায় চলছে রবি-স্মরণ। আনন্দে-বেদনায়-প্রতিবাদে আজও বাঙালির প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ। তীব্র গরমের কারণে শান্তিনিকেতনে রবি-প্রণামে কাটছাঁট করা হয়েছে। আজ ভোর ৫টায় বৈতালিকের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান শুরু হয়। উপাসনাগৃহে স্তোত্রপাঠ ও রবীন্দ্রসঙ্গীতে গলা মেলান বিশ্বভারতীর পড়ুয়ারা। বিশ্বভারতী সূত্রে খবর, প্রচণ্ড গরমের কারণে সকাল ৯টায় মাধবী বিতানের অনুষ্ঠান ও সন্ধেয় গৌর প্রাঙ্গণে শাপমোচন নাটক বাতিল করা হয়েছে।
কিন্তু অমর্ত্য সেনের বাড়ির কাছে প্রতিবাদ মঞ্চে রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে। দিনভর গান-কবিতার পাশাপাশি, চলবে প্রতিবাদ। জমি-বিতর্কে অমর্ত্য সেনকে উচ্ছেদ নোটিস পাঠানোর প্রতিবাদে চারদিন ধরে বিশ্বভারতী বাঁচাও কমিটির উদ্যোগে শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদের প্রতীচী বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ চলছে। আজই শেষ হচ্ছে এই কর্মসূচি।
শুক্রবার ছিল মিছিল ও মানববন্ধন। শনিবার থেকে শুরু হয়েছে প্রতিবাদ সভা। বিপন্ন রবীন্দ্র ঐতিহ্য, অসম্মানিত অমর্ত্য সেন। বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগে সরব হলেন বিশিষ্ট জনেরা। জমি বিতর্কে বিশ্বভারতীর উচ্ছেদ নোটিস দেওয়ার প্রতিবাদে শনিবার থেকে, নোবেলজয়ী বাড়ি প্রতীচীর কাছে শুরু হয়েছে বিশ্বভারতী বাঁচাও কমিটির অবস্থান-বিক্ষোভ।
সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদকে তাঁর শান্তিনিকেতনের বাড়ি প্রতীচীর ১৩ ডেসিমল জমি খালি করার নির্দেশ দেয় বিশ্বভারতী। নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না করলে, তাঁকে উচ্ছেদ করা হবে জানিয়ে কর্তৃপক্ষের তরফে নোটিসও দেওয়া হয়। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন অমর্ত্য সেন। এই ঘটনায় বিশ্বভারতীর ভূমিকার প্রতিবাদে দেওয়া হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদের ডাক। শনিবার এলাকায় মিছিল ও মানব বন্ধন করে সামাজিক মর্যাদা রক্ষা কমিটি। এদিন থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছে বিশ্বভারতী বাঁচাও কমিটি।
আরও পড়ুন: Skin Care With Coffee: স্ক্রাব হোক বা মাস্ক, ত্বকের যত্নে ঠিক কীভাবে ব্যবহার করবেন কফি?