Durga Puja 2021: নবমীর রাতে দুর্গা মন্দিরে চুরি, বিগ্রহের গয়না-সহ পুজোর সামগ্রী নিয়ে চম্পট
মন্দির খোলার পর দেখা যায়, খোয়া গিয়েছে বিগ্রহের গয়না-সহ পুজোর সমস্ত জিনিস।
গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: বিজয়ার আগেই বিষাদের সুর বীরভূমের সিউরির এই পুজোয়। নবমীর রাতে বীরভূমের সিউড়ির তাপাইপুরে আড়াইশো বছরেরও বেশি পুরনো দুর্গা মন্দিরে চুরি। অভিযোগ, আজ সকালে মন্দির খোলার পর দেখা যায়, খোয়া গিয়েছে বিগ্রহের গয়না-সহ পুজোর সমস্ত জিনিস। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ। পুজো উপলক্ষে পুলিশ সক্রিয় থাকা সত্ত্বেও দুর্গা মন্দিরে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে।
অন্যদিকে, নবমী পুজোর রাতে পরপর দুটি বাড়িতে চুরি পাণ্ডবেশ্বরে। নবমীর রাতে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে পাণ্ডবেশ্বরের কলেজপাড়ার সার্বজনীন দুর্গা পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল । সেই অনুষ্ঠান দেখতে ব্যস্ত ছিলেন এলাকার মানুষ ।এরই সুযোগ নিয়ে চোরেরা বাড়ির সর্বস্ব চুরি করে চম্পট দেয় বলে খবর।
এভাবে থানার সামনেই বাড়ির তালা ভেঙে চুরির ঘটনায় খেপে ওঠে এলাকার মানুষ । থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা । প্রশ্ন তোলেন পুলিশের ভূমিকা নিয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের ভূমিকা নিয়েও। স্থানীয়রা অভিযোগ করেন থানার একেবারেই সামনেই পুজোর মণ্ডপে পুজো দিতে যাওয়ার সময় কেন পুলিশ এলাকার ওপর নজর রাখেনি? চুরির ফলে একেবারে সর্বস্বান্ত হয়ে কান্নায় ভেঙে পড়ে ওই দুই পরিবার।
আরও পড়ুন, বিজয়া দশমী থেকে দশেরা, আজকের দিনের গুরুত্ব কতখানি?
দুর্গাপুজোর নবমী রাতের আনন্দ বদলে যায় কান্নায়। পুলিশের বিরুদ্ধে চাপা ক্ষোভ রয়েছে এলাকার মানুষের মধ্যে ।যদিও চুরির ঘটনার পরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ । পুলিশকে ঘিরে বিক্ষোভ হলেও ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ।