Birbhum: ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী খুনে ২ অভিযুক্তের আত্মসমর্পন
Birbhum: তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পরবর্তীতে মৃত বিজেপি কর্মীর বাবা ইলামবাজার থানায় ২৪ জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন।
আবীর ইসলাম, বীরভূম: ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী খুনের ঘটনায় পলাতক আসামিদের নামে নোটিশ দিয়েছিল সিবিআই। এবার সেই ঘটনায় ৪ পলাতক অভিযুক্তের মধ্যে ২ জন অভিযুক্ত আত্মসমর্পণ করল বোলপুর আদালতে। পলাতক অভিযুক্তদের নাম বরুণ ধারা, শুভাস ঘোষ এই দুই অভিযুক্ত আজ আত্মসমর্পণ করল। উল্লেখ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন গোপালনগরে খুন হয়েছিলেন বিজেপি কর্মী গৌরব সরকার। তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পরবর্তীতে মৃত বিজেপি কর্মীর বাবা ইলামবাজার থানায় ২৪ জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন। পরে এই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। তিনজন গ্রেফতার ও ৭ জন আত্মসমর্পণ করেছিল। বাকি ৮ অভিযুক্ত পলাতক তাঁদের নামে গোপালনগর গ্রামে অভিযুক্তদের বাড়িতে ইলামবাজারের তৃণমূল কার্যালয়ে, রীতিমতো ঢেঁড়া পিটিয়ে নোটিশ সাঠিয়ে ছিল। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে এই সমস্ত অভিযুক্তদের বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পন না করলে তাদের সম্পত্তি ও বাড়িঘর বাজেয়াপ্ত করা হবে। এবার এই ঘটনায় আজ বোলপুর আদালতে দুজন অভিযুক্ত আত্মসমর্পণ করল। এখনও ৬ জন অভিযুক্ত। শুরু রাজনৈতিক তরজা।
এদিকে, ফের বিস্ফোরক অভিযোগ তথাগত রায়ের। ট্যুইটে তাঁর লিখিত অভিযোগ, বিজেপির নিচের তলায় তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের মাইনে করা অনেক কর্মী আছে। তাঁদের চিহ্নিত করা না গেলে বিজেপিকে জেতানো অসম্ভব। দলেরই এক কর্মীর থেকে এই তথ্য তিনি পেয়েছেন বলে তথাগতর দাবি। দিনকয়েক আগে বঙ্গ বিজেপিকে বিদায়ের বার্তা দিয়ে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়েছিলেন তথাগত রায়। যদিও সোশাল মিডিয়ায় তিনি এখনও নিজেকে বিজেপির একনিষ্ঠ সমর্থক হিসেবে দাবি করেন।
এর আগে গত ২০ তারিখ পুরভোটের আগে দলের অস্বস্তি বাড়িয়ে ফের ট্যুইট করেন বিজেপি নেতা তথাগত রায়। লেখেন, আপাতত বিদায় বঙ্গ বিজেপি! তাহলে কি বিজেপি ছাড়ছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি? শুরু হয় রাজনৈতিক তরজা।