Birbhum: বন্দে ভারত এক্সপ্রেস স্টেশনে ঢুকতেই ওঠার চেষ্টা, বোলপুরে বিশৃঙ্খলা
Vande Bharat Express: বন্দে ভারত ঢোকার আগে নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। তবে স্টেশনে ট্রেন ঢুকতেই উত্তেজনা সৃষ্টি হয়। সাধারণ মানুষ সহ ছিলেন বিজেপি কর্মীরা।

বোলপুর: বোলপুরে (Bolpur) বন্দে ভারত এক্সপ্রেস ঢুকতেই ওঠার চেষ্টা। বাধা আরপিএফের। ধস্তাধস্তি। আজই রাজ্যে উদ্বোধন হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)। আর এই ট্রেন বোলপুরে ঢুকতেই ওঠার চেষ্টার ছবি দেখা যায়। তাতে বাধা দেন আরপিএফের কর্মীরা। হয় ধস্তাধস্তিও।
বন্দে ভারত এক্সপ্রেস ঢুকতেই ওঠার চেষ্টা: বন্দে ভারত ঢোকার আগে নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। তবে স্টেশনে ট্রেন ঢুকতেই উত্তেজনা সৃষ্টি হয়। সাধারণ মানুষ সহ ছিলেন বিজেপি কর্মীরা। ট্রেন ঢুকতেই একজন একজন রেলের কর্মী ট্রেনে ওঠার চেষ্টা করেন। বাধা দেয় আরপিএফ। তারপরে শুরু হয় বচসা। সেখান থেকে তা ছড়ায় হাতাহাতিতে। ওই রেল কর্মীর অভিযোগ আরপিএফ তাকে মারধর করেন।
বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন: ভার্চুয়ালি বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম নিউ জলপাইগুড়ির উদ্দেশে ছাড়ল বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে ডানকুনি, কামারকুণ্ডু, বর্ধমান, খানা, বোলপুর, রামপুরহাট, নিউ ফরাক্কা, মালদা, কিষাণগঞ্জ সহ ১৬টি স্টেশনে থামবে বন্দে ভারত এক্সপ্রেস।
১ জানুয়ারি থেকে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সপ্তাহে ৬ দিন চলবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া ও নিউ জলপাইগুড়ির মাঝে ট্রেনটি থামবে বোলপুর, মালদা টাউন, বরসোই স্টেশনে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এসি চেয়ার কারের ভাড়া ১৫৪৩টাকা ও এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২৮০৩ টাকা।






















