Birbhum News: অফলাইনে পরীক্ষা বয়কটের ডাক, পড়ুয়াদের বিক্ষোভে রণক্ষেত্র বিশ্বভারতী
Visva-Bharati University: হস্টেল খোলা নিয়ে লাগাতার গণ্ডগোলের মধ্যেই, এবার অফলাইন পরীক্ষার বিরোধিতায় বিক্ষোভ আরও তীব্র হল বীরভূমের বিশ্বভারতীতে।
আবীর ইসলাম, বীরভূম: অফলাইনে পরীক্ষার (Offline Exam) বিরোধিতায় অশান্তি বিশ্বভারতীতে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রথম সিমেস্টারের পরীক্ষা শুরুর দিনই তা বয়কটের ডাক দিলেন বিক্ষোভকারী পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের সামনে চলল বিক্ষোভ। এই বিষয়ে যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষের (Viswa Bharati University)।
কর্তৃপক্ষের বিরুদ্ধে ছাত্রছাত্রীরা দিকে দিকে দিকে দিকে এক হও। হস্টেল খোলা নিয়ে লাগাতার গণ্ডগোলের মধ্যেই, এবার অফলাইন পরীক্ষার বিরোধিতায় বিক্ষোভ আরও তীব্র হল বীরভূমের বিশ্বভারতীতে (Viswa Bharati University)।
বিশ্বভারতী সূত্রে খবর, শুক্রবার ছিল বিশ্ববিদ্যালয়ের (Viswa Bharati University) স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম সিমেস্টারের পরীক্ষা। আর সেই প্রথম সিমেস্টার শুরুর দিনই বিশ্বভারতীর বিভিন্ন ভবনের সামনে অফলাইন পরীক্ষা বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের একাংশ।
এক সপ্তাহের বেশি সময় ধরে, হস্টেল খোলা সহ যে ৩ দফা দাবিতে বিশ্বভারতীতে পড়ুয়াদের একাংশ আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তার অন্যতম হল, অনলাইনে পড়িয়ে অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না।
শুক্রবার বিশ্বভারতীর বিভিন্ন ভবনের সামনে পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারী পড়ুয়ারা। প্রতিটি পোস্টারেই লেখা ছিল অফলাইন পরীক্ষা বয়কটের কথা। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের আবেদনে সাড়া দিয়ে প্রতিটি ভবনের পরীক্ষার্থীরা প্রথম সিমেস্টারের পরীক্ষা বয়কট করেছেন।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী ছাত্রী শ্রেয়া চক্রবর্তীর কথায়, অনলাইনে পড়িয়ে অনলাইনেই পরীক্ষা নিতে হবে। তাই আজ অফলাইনে পরীক্ষা বয়কটের ডাক দেওয়া হয়েছে। সমস্ত ভবনে আজ যাঁদের পরীক্ষা ছিল, তারা পরীক্ষা বয়ক করে আমাদের সমর্থন জানিয়েছেন।
উত্তর শিক্ষা সদনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে হাতে চোট পেয়ে আহত হন বিশ্বভারতীর এক বেসরকারি নিরাপত্তাকর্মী।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী শ্যাম সাও জানিয়েছেন, বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা ধস্তাধস্তি করে। আমার হাতে লেগে যায়। বিক্ষোভের মধ্যে শেষ পর্যন্ত অফলাইনে পরীক্ষা হল? নাকি হল না? তা নিয়েও রয়ে গিয়েছে ধোঁয়াশা।
এ বিষয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বৃহস্পতিবার বিশ্বভারতীর ৩০টি হস্টেলের মধ্যে দুটি ছাত্রী নিবাস খুলেছে।
বৃহস্পতিবার হস্টেল সংক্রান্ত বিষয়ে আরও একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক ও স্নাতকোত্তর পর্বের প্রথম সিমেস্টারের পড়ুয়ারা ১৭ মার্চ পর্যন্ত হস্টেলের জন্য আবেদন করতে পারবেন। আর সেই প্রথম সিমেস্টারের পরীক্ষাকে ঘিরেই শুরু হয়েছে গণ্ডগোল।