![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Birbhum Weather Update: বড়দিনের আগে মেঘলা আকাশ, পৌষমেলায় কেমন থাকবে বীরভূমের আবহাওয়া?
Birbhum Weather Update Today: গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে ডিসেম্বরের শেষ রবিবার কেমন থাকবে বীরভূমের আবহাওয়া? জেনে নেওয়া যাক।
![Birbhum Weather Update: বড়দিনের আগে মেঘলা আকাশ, পৌষমেলায় কেমন থাকবে বীরভূমের আবহাওয়া? Birbhum Weather Update: Know the rain forecast winter and rain update in Birbhum before Poush Mela Birbhum Weather Update: বড়দিনের আগে মেঘলা আকাশ, পৌষমেলায় কেমন থাকবে বীরভূমের আবহাওয়া?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/24/75246af27f7fdafa60d4c351ff6243bf170336653809349_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বীরভূম: শনিবার বিকেল থেকেই হালকা মেঘলা আকাশ গোটা রাজ্যেই। গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে ডিসেম্বরের শেষ রবিবার কেমন থাকবে বীরভূমের আবহাওয়া? জেনে নেওয়া যাক।
আজ সারাদিন স্বাভাবিকের থেকে একটু বেশিই থাকবে বীরভূমের তাপমাত্রা। সকালের দিকে রোদের তাপে তাপমাত্রা উঠতে পারে সর্বাধিক ২৬ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলার দিকে ঝলমলে থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে বেশ বেশি, ৯৪ শতাংশ।
বীরভূমের ভৌগলিক অবস্থান (Birbhum Geographical Location): বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী (Ajay River)। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড (Jharkhand)। পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ (Murshidabad)। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর (Dubrajpur) শহরের সন্নিকটে অবস্থিত। বীরভূমের পশ্চিমাংশ অতীতে বজ্জভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। জেলার পূর্বাংশ অপেক্ষাকৃত উর্বরতর। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির (Chhotanagpur) অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।
আপেক্ষিক জলবায়ু (Birbhum Climate): বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু তুলনামূলক মৃদু। গ্রীষ্মে (Summer) তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে (Winter) আবার ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। সাধারণত, মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে উষ্ণ আবহাওয়া। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এবং অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতল আবহাওয়া থাকে। জেলার পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক। বর্ষায় রাজনগর ও নানুরে বার্ষিক বৃষ্টিপাতের (Annual Rainfall) পরিমাণ যথাক্রমে ১৪০৫ মিলিমিটার ও ১২১২ মিলিমিটার।
বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather) : আজ সারাদিন স্বাভাবিকের থেকে একটু বেশিই থাকবে বীরভূমের তাপমাত্রা। সকালের দিকে রোদের তাপে তাপমাত্রা উঠতে পারে সর্বাধিক ২৬ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলার দিকে ঝলমলে থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
সূর্যোদয় (Sunrise) - সকাল ০৬.১৯
সূর্যাস্ত (Sunset) - বিকেল ০৪.৫৮
বঙ্গের আজকের আবহাওয়া ( West Bengal Weather): জোড়া বিপত্তি ফলা ! একদিকে যেমন ধাক্কা শীতের রেশে, অন্যদিকে আবার বৃষ্টি-শঙ্কা (Rain Update)। 'উষ্ণ' বড়দিনের পাশাপাশি বরুণদেবের কোপে পড়তে পারে বর্ষশেষের আনন্দ (Weather Update in Yearend)। আশঙ্কা এমনই। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা আর অন্যদিকে ঘূর্ণাবর্তের (Cyclone) কাঁটার জেরে এই মুহূর্তে রাজ্যে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। এই মুহূর্তে তার জেরে বাংলায় বাড়ছে তাপমাত্রা (temperature on rise)। উষ্ণ বড়দিনের পূর্বাভাস দিল আলিপুর আবহওয়া দফতর (Alipore Metrological Department)। এদিকে রবিবার রাজ্যের পশ্চিমাঞ্চলের ৫ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Top Social Post: ঋতাভরী-পরমব্রতর অন্য ক্রিসমাস উদযাপনের গল্প, রইল আজকের সোশ্যালের সেরা পোস্টে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)