Dol Purnima 2022: দোল পূর্ণিমায় রঙিন শান্তিনিকেতন, বিশ্বভারতীর পড়ুয়াদের উদ্যোগে বসন্তোৎসব পালন
Dol Purnima 2022: শুক্রবার, দোল উপলক্ষে, উপাসনা গৃহ থেকে আশ্রম চত্বর পর্যন্ত আয়োজিত হয় প্রভাতফেরির। রঙের উৎসবে মাতোয়ারা সবাই।
আবির ইসলাম, শান্তিনিকেতন (বীরভূম): আজ রঙের উৎসব। একে অপরকে রাঙিয়ে দেওয়ার দিন। দোল পূর্ণিমায় আবিরে রেঙে উঠেছে শান্তিনিকেতন (Shantiniketan)। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University) পড়ুয়াদের উদ্যোগে পালিত হচ্ছে বসন্তোৎসব।
শুক্রবার, দোল উপলক্ষে, উপাসনা গৃহ থেকে আশ্রম চত্বর পর্যন্ত আয়োজিত হয় প্রভাতফেরির। রঙের উৎসবে মাতোয়ারা সবাই। দোল উপলক্ষে শান্তিনিকেতনে পর্যটকদের ভিড় জমেছে। আশ্রম চত্বরে বাইরেও চলছে রং খেলা।
রঙের উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য। জেলায় জেলায় ধরা পড়ছে দোল উৎসব পালনের ছবি। অন্যদিকে হুগলির শ্রীরামপুরে এই সময় পালিত হয় দোল-দুর্গোৎসব। ২১৭ বছর আগে শ্রীরামপুরের দে বাড়িতে দোলের দিন দুর্গাপুজোর সূচনা হয়। পরে পারিবারিক পুজো বারোয়ারির রূপ নেয়। বর্তমানে পুজোর উদ্যোক্তা শ্রীরামপুর পঞ্চাননতলা টাউন ক্লাব।
এছাড়া চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে দোল উৎসব পালন করা হচ্ছে। শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের সূচনা হয়।
শহর কলকাতার একাধিক জায়গায় হচ্ছে দোল উদযাপন। নিউটাউনের (New Town) রবীন্দ্র তীর্থ থেকে মুদিয়ালি ক্লাব (Mudiali Club), বসন্তোৎসব পালিত হচ্ছে দিকে দিকে। সবার রঙে রং মেলানোর দিন। আনন্দে সামিল হতে সকাল থেকেই বহু মানুষের ভিড় জমেছে সর্বত্র।
দোল উৎসব (Dol Purnima 2022) উপলক্ষে মেট্রোর সময়সূচিতে (Kolkata Metro Schedule) পরিবর্তন করা হল। আজ অর্থাৎ শুক্রবার, দুপুর আড়াইটে থেকে শুরু হবে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া গামী মেট্রোর চলাচল।
অন্যদিকে, দোল উপলক্ষে সময়সূচি বদলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোরও (East West Metro)। দুপুর ৩টে থেকে শুরু হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর যাতায়াত। দোলের কারণে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে (Sealdah Division) বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে হাওড়ায় লোকাল ট্রেন (Howrah Local Train) চলবে রবিবারের সময়সূচি মেনে।