Birbhum Accident:ডাম্পারের সঙ্গে পুলিশ আধিকারিকের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বীরভূমে মৃত ১
Head On Collision:ফের সড়ক দুর্ঘটনায় প্রাণহানি, এবারের ঘটনাস্থল বীরভূমের মহম্মদবাজার থানার গনপুর। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, একটি ডাম্পারের সঙ্গে পুলিশ আধিকারিকের গাড়ির ধাক্কায় মারা যান চালক
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ফের সড়ক দুর্ঘটনায় (Road Accident Death In Birbhum) প্রাণহানি, এবারের ঘটনাস্থল বীরভূমের মহম্মদবাজার থানার গনপুর। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, একটি ডাম্পারের সঙ্গে পুলিশ আধিকারিকের গাড়ির ধাক্কায় মারা যান চালক। জখম হন বীরভূমের মুরারই থানার ওসি সাকিব সাহাব। তাঁকে উদ্ধার করে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যা জানা গেল...
এদিন শনিবার সকাল ৭টা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে। নির্দিষ্ট করে বললে রানিগঞ্জ-মোড়গ্রামের ১৪ নম্বর জাতীয় সড়কের উপর ডাম্পারের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। মৃত চালকের নাম হামিদুল সেখ। বাড়ি বীরভূমের পাড়ুই এলাকায় বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, কাঁকিনাড়ায় নিজের বাড়ি থেকে একটি চার চাকা গাড়িতে করে মুরারই ফিরছিলেন ওসি। গনপুরের কাছে একটি লরিকে ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। ঘটনাস্থলে মারা যান ওসির গাড়িচালক হামিদুল। গুরুতর জখম সাকিব সাহাব। খবর পেয়ে পুলিশই তাঁদের উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ডাম্পারটি আটক করা হয়েছে।
এই ধরনের সড়ক দুর্ঘটনা কার্যত প্রত্যেকদিনের খবর হয়ে দাঁড়িয়েছে। দিনদুয়েক আগেই যেমন, উত্তর দিনাজপুরের করণদিঘিতে ভয়াবহ দুর্ঘটনায় মারা যান ২ জন। জখম হন আরও কয়েকজন। একটি ভুট্টা বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে কয়েকজনকে। তাতে সিভিক ভলান্টিয়ার-সহ ২ জনের মৃত্যু হয়। ডালখোলা থেকে রায়গঞ্জ আসার সময় জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেছিল। বছরখানেক আগে, ফেব্রুয়ারি মাসে একটি বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছিলেন অন্তত ২০ জন। হেমতাবাদ থানার বাঙ্গালবাড়ি মোড় এলাকায় ঘটনাটি ঘটে। জখমদের রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। বাস ও লরি, দুটিরই চালক পলাতক। তবে বিপদগ্রস্ত যানদুটি আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ। বস্তুত, এ রাজ্যে সড়ক দুর্ঘটনার খবর এখন প্রায় নিত্যদিনের বিষয়। বহু সময়ে তার সঙ্গে আসে মর্মান্তিক পরিণতি।
গত বছর, অগাস্টে, যেমন, খাস কলকাতার বেহালা এলাকায় একেবারে সকালের দিকে মর্মান্তিক দুর্ঘটনায় মারা যায় ৭ বছরের স্কুলপড়ুয়া সৌরনীল সরকার। অভিযোগ, বড়িশা হাইস্কুলের প্রাইমারি সেকশনের পড়ুয়াকে ধাক্কা মেরেছিল মাটিবোঝাই একটি লরি।গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার বাবা সরোজকুমার সরকারকে। পরে তাঁকে এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারের নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:ফের পারদপতন বীরভূমে, হিমেল হাওয়ার দোসর মেঘ!