Rampurhat Train Accident : ফের দুর্ঘটনা ! রামপুরহাটে লেভেল - ক্রসিং পার হতে গিয়েই গাড়ির চালক দেখলেন সামনেই ট্রেন, সজোরে ধাক্কা
একসপ্তাহও কাটল না। রামপুরহাটের রাজগ্রামে গেটবিহীন লেভেল ক্রসিংয়ে গাড়িতে ধাক্কা মারল মালগাড়ি।
ভাস্কর মুখোপাধ্যায় , বীরভূম : গত রবিবার খড়দায় লেভেল ক্রসিংয়ে আটকে পড়া গাড়িকে ধাক্কা মারে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। ভয়াবহ সেই দৃশ্যে বুক কেঁপে উঠেছিল সকলের।দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় একটি বড় গাড়ির পিছনের অংশ। সামান্য ক্ষতি হয়েছে তার আগেই আটকে পড়া আরেকটি গাড়িরও। তারপর একসপ্তাহও কাটল না। রামপুরহাটের রাজগ্রামে গেটবিহীন লেভেল ক্রসিংয়ে গাড়িতে ধাক্কা মারল মালগাড়ি।
স্থানীয় সূত্রের খবর, ওই লেভেল ক্রসিংয়ে কোনও গেট ছিল না। তাই গাড়ির ড্রাইভাররাই দুদিক দেখে নিয়ে পার হতেন। এক্ষেত্রেও ঘটেছিল ঠিক তাই। তিনি গাড়ি নিয়ে উঠে পড়েছিলেন লাইনের উপর। বিপদ আঁচ করে আগেভাগে গাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। উপস্থিত বুদ্ধি ও ভাগ্যের জোরে রক্ষা পান গাড়িচালক।
বৃহস্পতিবার রাতে রাজগ্রামে গেটবিহীন লেভেল ক্রসিং পার হচ্ছিল একটি গাড়ি। গাড়ি যখন রেললাইনের ওপরে, তখনই ছুটে আসে মালগাড়ি। তা দেখতে পেয়ে গাড়ি থামিয়ে নেমে পড়েন চালক। গাড়িতে ধাক্কা মেরে বেরিয়ে যায় মালগাড়ি। গত রবিবার ঠিক এভাবেই খড়দায় লেভেল ক্রসিংয়ে আটকে পড়া একটি গাড়িতে ধাক্কা মারে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। এবার গেটবিহীন লেভেল ক্রসিংয়ে গাড়িতে ধাক্কা মারল মালগাড়ি।
তবে খড়দার ঘটনাটা ছিল একটু আলাদা। সেদিন, খড়দা আর সোদপুর স্টেশনের মাঝে ৯ নম্বর লেভেল ক্রসিং বন্ধ হচ্ছিল। অভিযোগ, সেই সময় বিটি রোডের দিক থেকে রহড়াগামী দু'টি গাড়ি সিগন্যাল না মেনেই তড়িঘড়ি রেললাইনে উঠে পড়ে। অথচ অন্য প্রান্তের গেট বন্ধ হয়ে যাওয়ায় ট্রেনের সিগন্যাল সবুজ হয়ে যায়। সেই সময় খড়দা স্টেশন ছেড়ে আসছিল ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। লেভেল ক্রসিংয়ের ওপর চার নম্বর রেল লাইনের ধারে আটকে পড়া স্করপিওটিকে ধাক্কা মারে সেটি। স্করপিওর ধাক্কায় সরে যায় পাশে দাঁড়িয়ে থাকা ইন্ডিকা গাড়িটিও।
মাসখানেক আগেই শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কায় চলে গিয়েছে ৮টি প্রাণ। আর গতকাল, বৃহস্পতিবারই, দুপুরে উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। ১০টি কামরা লাইনচ্যুত হয়ে মৃত্যু হয় তিনজনের। তারপরেও কেন আরও সতর্কতা অবলম্বন করা হচ্ছে না? কেনই বা লেভেল ক্রসিং পেরোনোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করছেন না গাড়িচালকরা? আর কবে ফিরবে হুঁশ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।