Rampurhat: বগটুই হত্যাকাণ্ডে গ্রেফতার আরও ১, পেশায় টোটোচালক এবার সিবিআইয়ের জালে
Rampurhat Violence: ঘটনার রাতে পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজে রিটনকে দেখা গেছে। সেইসঙ্গে প্রত্যক্ষদর্শীদের বয়ানেও উঠে এসেছিল তাঁর নাম।
পার্থপ্রতিম ঘোষ, রামপুরহাট: বগটুই হত্যাকাণ্ডে রিটন শেখ (Riton Sheikh) নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, পেশায় টোটোচালক রিটন ঘটনার রাতে মনসুবা মোড়ের পেট্রোল পাম্প (Petrol Pump) থেকে পেট্রোল নিয়ে বগটুই গিয়েছিলেন।
কী অভিযোগ?
ঘটনার রাতে পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজে রিটনকে দেখা গেছে। সেইসঙ্গে প্রত্যক্ষদর্শীদের বয়ানেও উঠে এসেছিল তাঁর নাম। এই নিয়ে বগটুই হত্যাকাণ্ডে ৬ জনকে গ্রেফতার করা হল। এর আগে মুম্বই থেকে ৪ জন ও অন্যতম অভিযুক্ত লালন শেখের শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে।
বগটুইয়ের মতো পুড়িয়ে মারার হুমকি
এদিকে, বগটুইয়ে নৃশংস (Bogtui Arson) ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের বিধবা মহিলাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ (Threat of Murder)। এ বারের ঘটনাস্থলও সেই বীরভূম জেলার রামপুরহাট (Rampurhat Fire)। মহিলাকে হেনস্থার অভিযোগ উঠেছে তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে FIR দায়ের হয়েছে থানায়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। তাঁর দাবি, খাস জমি দখলে বাধা দিয়েছিলেন। তাতেই মিথ্যা অভিযোগ আনা হচ্ছে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন, 'ক্ষমতায় থাকাকালীন বিপজ্জনক ছিলাম না, এখন হব', ইমরানের গলায় হুঁশিয়ারির সুর
বীরভূমের (Birbhum Violence) রামপুরহাটের বগটুই গ্রামে সম্প্রতি যেখানে ঘটে গিয়েছে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা। গত ২১ মার্চ রাতে সেখানে বোমার আঘাতে খুন হন তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ। তার কিছু ক্ষণের মধ্যেই পর পর কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাতে শিশু-সহ ন'জনের মৃত্যু হয়। ভাদু খুনের বদলা নিতেই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয় বলে ইতিমধ্যেই সিবিআই-এর প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে। তৃণমূল নেতাদের মধ্যে বালি এবং পাথর খাদানের বখরা নিয়ে ঝামেলা থেকই এমন পরিণতি বলে অভিযোগ।