Birbhum News: ২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড লাভপুরের সাউগ্রাম, ধ্বংসস্তূপে পরিণত একের পর এক ঘর
Storm in Birbhum: বীরভূমের লাভপুরের সাউগ্রামে আচমকা দমকা ঝড়ে, একাধিক বাড়ির টিনের চাল উড়ে গিয়ে পড়েছে কয়েকশো মিটার দূরে। ক্ষয়ক্ষতি মুখে অসংখ্য পরিবার।
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: গতকালের দমকা ঝড়ে (Storm) লন্ডভন্ড হয়ে গেল বীরভূমের (Birbhum) লাভপুরের সাউগ্রামের বেশ একাধিক বাড়ি। উড়ে যায় বাড়ির চাল ও ব্যবহার সামগ্রীও। অসহায় একের পর এক পরিবার। পুজোর আগে আচমকা ঝড়ে কার্যতই এক সমুদ্র অনিশ্চয়তার মুখে বীরভূমের এই এলাকার বাসিন্দারা।
২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড লাভপুরের সাউগ্রাম
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গ্রামের ওই স্থানে ঝড়ের স্থায়িত্ব ছিল কয়েক মিনিট। তার সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত। কিন্তু তাতেই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হল লাভপুরের সাউগ্রামে ডাঙ্গাপাড়ার প্রায় ১০-১২ টি ঘর।এমনকি ঝড়ের তীব্রতা এতটাই ছিল,যে ঘরগুলির টিনের চাল উড়ে গিয়ে পড়েছে কয়েকশো মিটার দূরে। যদিও হতাহতের কোনও খবর নেই,তবে ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আশ্রয় নিয়েছেন অন্যত্র। গ্রামের পঞ্চায়েত সদস্য জানিয়েছেন ক্ষয়ক্ষতির বিষয়টি লাভপুরের বিডিওকে জানানো হয়েছে।
আগেও বহুবার ঝড়ের মুখে রাজ্য
প্রসঙ্গত, এর আগে যেকটি দমকা ঝড় হয়েছে, তার সাক্ষী হয়েছে উত্তর ২৪ পরগনার অশোকনগর, চন্দননগর এবং জুন মাসে আরামবাগও। প্রত্যেকটি ক্ষেত্রেই দমকা ঝড়ে বেশ ক্ষতির মুখে পড়েছে এলাকাগুলি। তবে অশোকনগরেও দমকা ঝড়ে উড়ে গিয়েছিল একের পর এক ঘরের টিনের চাল। তবে পুজোর আগে ঝড়-বৃষ্টির মুখে পড়ে অতীতে একাধিকবার বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছে।
কী বলছে হাওয়া অফিস ?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্য়ুৎসহ হতে পারে বৃষ্টি। অন্যদিকে, মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েক দিন ক্রমশ বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। মালদা , উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আরও পড়ুন, 'ভোটারদের স্লিপ দিচ্ছে রাজ্য পুলিশ', বিধিভঙ্গের অভিযোগ BJP প্রার্থী তাপসী রায়ের
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে দু- এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। তাপমাত্রা স্বাভাবিকের বেশি, সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উপকূলের জেলাগুলিতে রবিবার দু এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর্দ্রতা জনিত অস্বস্তি একসঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।