Tarpith: নতুন বছরে উপচে পড়া ভিড় তারাপীঠে, মঙ্গল আরতি দিয়ে পুজো শুরু
Tarpith Over Crowding 2024: নতুন বছরের শুরুতে ভোর থেকেই পুজো শুরু তারাপীঠে....
ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম: নতুন বছরের প্রথম দিনে তারাপীঠে (Tarapith) উপচে পড়া ভিড় পূর্ণার্থীদের। 'সারা বছর ভালো ভাবে কাটুক', এই কামনায় বছরে প্রথম দিনে তারা মা-কে পুজো দিচ্ছে ভক্তরা। সকাল থেকে হাজার হাজার পূর্ণার্থী ভিড় করেছে। এদিন ভোরে মায়ের মঙ্গল আরতি দিয়ে পুজো শুরু হয়েছে।
সকাল থেকেই তারাপীঠে উপচে পড়েছে ভিড়
প্রসঙ্গত, যে কোনও ছুটির দিন বা ভাল দিনেই পুজো দেওয়ার জন্য তারাপীঠে ভক্তদের ঢল নামে। এদিনও তার ব্য়তিক্রম হয়নি। সকাল থেকেই তারাপীঠে (Tarapith Temple) উপচে পড়েছে ভিড়। সকাল থেকেই লম্বা লাইন দেখা গিয়েছে তারাপীঠের মন্দিরে পুজো দেওয়ার জন্য।ভক্তদের ভিড় সামলাতে মন্দির কমিটি থেকে নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে।তারা মায়ের গর্ভগৃহে ঢুকে কেউ মোবাইলে যাতে ছবি না তোলেন, সেই দিকে কড়া নজর রাখার জন্য আবেদন করেছে মন্দির কমিটি।
বছরের প্রথম দিন পালিত হচ্ছে কল্পতরু উৎসব কাশীপুর উদ্যানবাটিতে
বছরের প্রথম দিন পালিত হচ্ছে কল্পতরু উৎসব। কল্পতরু উৎসব উপলক্ষ্যে সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত সমাগম। ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, ‘তোমাদের চৈতন্য হোক’এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব নতুন বছর যাতে মঙ্গলময় হয়, সে জন্য বছরের প্রথম দিনে ভক্তরা এসেছেন পুজো দিতে কাশীপুর উদ্য়ানবাটির তরফে জানানো হয়েছে, তিনদিন ধরে কল্পতরু উৎসব চলবে। কাশীপুর উদ্যানবাটির মতো দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরেও সকাল থেকে পুণ্যার্থীদের ভিড় মঙ্গলারতি দিয়ে পুজোর সূচনা হয়েছে। এরপর রীতি মেনে মায়ের পুজো। বছরের প্রথম দিন মায়ের দর্শন পাওয়ার আশায় ভোর থেকে লাইন দিয়েছেন ভক্তরা।
আরও পড়ুন, রেললাইনে ফাটল, নতুন বছরের প্রথম দিনেই ট্রেন চলাচলে বিপত্তি এই অংশে
কলকাতা থেকে জেলা, উৎসবের মুডে রয়েছেন রাজ্যবাসী
নতুন বছর উপলক্ষে রাজ্যে উৎসবের আমেজ। কলকাতা থেকে জেলা, উৎসবের মুডে রয়েছেন রাজ্যবাসী। আর তাই নিয়ে উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে গোটা রাজ্য। গত সপ্তাহ থেকে চলছে নতুন বছরকে সাদরে বরণ করে নেওয়ার প্রস্তুতি। বড়দিন এবং বছর শেষের উত্সব উপলক্ষ্যে আগে থেকেই শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়। বর্ষশেষ এবং নতুন বছরের শুরুতে কলকাতায় রাতভর অভিযান চালিয়েছে পুলিশ।