Bolpur: বোলপুর তাতালপুর কলোনিতে মন্দিরে চুরি, খোয়া গেল কয়েক হাজার টাকা
Bolpur Update: একাধিকবার এই ধরনের ঘটনা ঘটলেও পুলিশ তার কিনারা করতে পারেনি। এলাকাবাসীরা জানাচ্ছেন মন্দির থেকে দিনের পর দিন যদি এভাবেই চুরি হয় তাহলে সাধারণ মানুষের বাড়ির নিরাপত্তা কোথায়।
ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বোলপুর তাতালপুর কলোনিতে দুটি মন্দিরে চুরি। বৃহস্পতিবার রাত্রে চুরির ঘটনাটি ঘটে। শিব মন্দিরে তালা ভেঙ্গে কিছু না পেলেও পাশেই শনি মন্দিরের পোনামি বাক্স ভেঙ্গে কয়েক হাজার টাকা নিয়ে যায় চোরেরা। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। এর আগে একাধিকবার এই ধরনের ঘটনা ঘটলেও পুলিশ তার কিনারা করতে পারেনি। এলাকাবাসীরা জানাচ্ছেন মন্দির থেকে দিনের পর দিন যদি এভাবেই চুরি হয় তাহলে সাধারণ মানুষের বাড়ির নিরাপত্তা কোথায়।
কিছুদিন আগে বালি থানা এলাকার ১৪ নম্বর পি.কে. গাঙ্গুলী রোডে মঙ্গলবার ভোর চারটে নাগাদ ছাদের দরজা ভেঙে দুঃসাহসিক চুরি হয়েছে। জানা গিয়েছে, তিনটি আলমারি চাবি দিয়ে খুলে সোনা রূপোর গয়না ও নগদ টাকা সহ প্রায় ৫-৬ লক্ষ টাকার উপর চুরি হয়েছে। পরিবার সূত্রে খবর, সংযুক্ত দাস রাত তিনটে অবধি জেগে থাকার পর ওই ঘরেই ঘুমাচ্ছিলেন। যদিও চোরেরা ওই ঘরে ঢুকে চুরি করলেও তা সত্ত্বেও কোনরকম ভাবে টের পাননি।
পুলিশ সূত্রে খবর, প্রায় দেড় ঘন্টা ধরে ঘর বারান্দার আলমারি তছনছ করে টাকা গয়না সব নিয়ে ছাদে ওঠে চোরেরা। ভাগাভাগি করে মূল্যবান সামগ্রীগুলো নিয়ে বাকি সব ফেলে চলে যায়। এমনকি অভিযোগ যে তারা ছাতে বাতকর্মও করে। স্বাভাবিকভাবে এই এরকম ঘটনায় আতঙ্কিত বাড়ির বাসিন্দারা। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।
এই ঘটনার তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ। জানান হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, দমদমেও একই ভাবে চুরি হয়েছে। তালা ভেঙে বাড়িতে দুদিন ধরে ছিল কেউ। আজ সকালে খবর পেয়ে ছুটে এসে দেখে বাড়ির মালিক দেখে আলমারি তছনছ আসবার পত্র লন্ডভন্ড দেড় লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনার গয়না। আনুমানিক সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকার খোওয়া যায়। ঘটনা তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ। ওই এলাকা বেশ কয়েকদিন ধরে চুরির ঘটনা ঘটছে। ঘটনাস্থল দমদম ক্যান্টনমেন্ট রবীন্দ্র নগর ৫/৮ এ সিমা রোড।