Visva Bharati: বিশ্বভারতীতে ধুন্ধুমার, বাম ছাত্র সংগঠনের সমর্থকদের হাতাহাতি, 'রাজনীতি করছে BJP..'
Visva Bharati Agitation: বিশ্বভারতীতে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার..
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বিশ্বভারতীতে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার। নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাম ছাত্র সংগঠনের সমর্থকদের হাতাহাতি। বিশ্বভারতীতে রাজনীতি করছে বিজেপি, অভিযোগ বাম ছাত্র সংগঠনের। বিজেপি নেতা ও শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ। অবস্থান বিক্ষোভ শুরু করেন সিপিএমের ছাত্র সংগঠনের সদস্যরা। বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
মূলত কিছুতেই অশান্তি পিছু ছাড়ছে না বিশ্বভারতী থেকে। একের পর এক ইস্যু প্রকাশ্যে আসছে। সম্প্রতি একটি ইস্যুতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রীও। বিশ্বভারতীর ফলকে নেই কবিগুরুর নাম, তা নিয়ে অব্য়াহত তরজা প্রতিবাদে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'বিশ্বের হেরিটেজ শান্তিনিতেকন গড়ে তুলেছিলেন কবিগুরু। কিন্তু বিশ্বভারতীর ফলকে রবীন্দ্রনাথের নাম নেই, অথচ উপাচার্যের নাম রয়েছে।' অবিলম্বে ফলক সরিয়ে ফেলা উচিত কেন্দ্রের, এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। মূলত বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ ফলকে নেই রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tegore) নাম। আর এনিয়ে এর আগেও কার্যত হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়। ফলক পরিবর্তন না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা।
একের পর এক ইস্যু ঘিরে বিতর্ক। বাদ যায়নি পৌষমেলা ইস্যুও।গতবার শান্তিনিকেতনে বসেছিল পৌষমেলার আসর।গতবার পৌষমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শান্তিনিকেতনে রাজ্য সরকার পরিচালিত পৌষমেলার ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। পাঁচদিনের এই মেলা পূর্বপল্লি মাঠে হওয়ার পেছনে মূলত মুখ্যমন্ত্রীর উদ্যোগ ছিল। কারণ, তিনি বিশ্বভারতী পৌষমেলা করবে না জানার পরেই জেলা প্রশাসনকে পৌষমেলা করার নির্দেশ দেন।রাজ্য সরকার পরিচালিত বিকল্প পৌষমেলার ভার্চুয়াল উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের এই জায়গা কেউ কলুষিত করুক চাই না। কোনও স্বৈরাচারী মনোভাব নিয়ে বিশ্বভারতী চালালে হবে না। আশ্রমিক থেকে পড়ুয়া সকলকেই সম্মান দিতে হবে। '
আরও পড়ুন, প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয়ে কেন্দ্রীয় সরকারি চাকরির টোপ ! রাজ্যে এল CBI
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।