Birupaksha Biswas: ‘বিরূপাক্ষ বিশ্বাসকে চাই না’ চিকিৎসকের বিরোধিতায় বিক্ষোভ কাকদ্বীপে
Kakdwip News: চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বদলির নির্দেশ ঘিরে পরপর দু’দিন কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ।
গৌতম মণ্ডল, কাকদ্বীপ: ‘বিরূপাক্ষ বিশ্বাসকে চাই না’, (Birupaksha Biswas)এই দাবিতে এবার ব্যানার, পোস্টার দেখা গেল কাকদ্বীপ মহকুমা হাসপাতালের (Kakdwip Sub-Division Hospital) সামনে। চিকিৎসকের বদলি ঘিরে ফের উত্তাল কাকদ্বীপ। হাসপাতালের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন কাকদ্বীপের বাসিন্দারা। চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস হাসপাতালে ঢোকার চেষ্টা করলে, তাঁকে বাধার মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারিও দিলেন বিক্ষোভকারীরা।
ফের উত্তাল কাকদ্বীপ: চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বদলির নির্দেশ ঘিরে পরপর দু’দিন কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ। কাকদ্বীপের সাধারণ জনগণের নামে বিরূপাক্ষর ছবি-সহ হাসপাতালের সামনে টাঙানো হল ব্যানার। শোনা গেল বিরূপাক্ষ-বিরোধী স্লোগান। হাসপাতালের দেওয়ালে দেখা গেল পোস্টার। নামহীন পোস্টারে লেখা, ‘কাকদ্বীপবাসী দিচ্ছে ডাক, বিরূপাক্ষ নিপাত যাক’। হাসপাতালের সামনে রাস্তায় বসে চলল বিক্ষোভ। বিরূপাক্ষ বিশ্বাসের বদলির বিরোধিতায় মুহুর্মুহু উঠল স্লোগান। চিকিৎসক নিয়োগ নিয়ে স্বাস্থ্য দফতর ও রাজ্য প্রশাসনকে হুঁশিয়ারিও দিলেন আন্দোলনকারীরা। আন্দোলনকারী তনুময় হালদার বলেন, "যদি কোনওভাবে এই ডাক্তার কাকদ্বীপে ঢোকে এবং তার কারণে যে অশান্তি হবে, তার দায় কেবল এবং কেবলমাত্র স্বাস্থ্য দফতর ও প্রশাসনের। এই ডাক্তার কাকদ্বীপের হাসপাতালের গেটে ঢুকতে পারবে না, পারবে না, পারবে না।''
আর জি কর-কাণ্ডের আবহে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার ২৪ ঘণ্টার মধ্যে সন্দীপ-ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে তড়িঘড়ি রিলিজ করে পাঠানো হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। আর এই বদলির নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বর্ধমানে মেডিক্য়াল কলেজের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বদলির নির্দেশ জারি হয় ২০২৩-এর ১১ অগাস্ট। আর বর্ধমান মেডিক্য়াল তাঁকে রিলিজ করল ১৩ মাস বাদে, ৩ সেপ্টেম্বর। বদলির দিন আর রিলিজের দিনের মাঝে ১৩ মাসের ব্য়বধান নিয়ে প্রশ্ন ওঠে চিকিৎসক মহলে। গতকাল অনন্যা ভট্টাচার্য বলেন, "প্রশ্ন আমাদের এখানে যে, এক বছর পর হল কেন? এই রিলিজ অর্ডার তো অনেক আগে বেরিয়ে গিয়েছিল। তাহলে এতদিন কার্যকরী করা হয়নি কেন? কাদের মদতে করা যায়নি? আমাদের HOD স্যর বলেছেন, ওই সময় স্যরও কোনও পদক্ষেপ নিতে পারেননি, কারণ তাঁর মাথায় নাকি উচ্চপদস্থ মানুষের হাত ছিল।''
স্বাস্থ্য় দফতর বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানোর পরই, বুধবার নির্দেশের বিরোধিতায় বিক্ষোভ দেখায় সিপিএম। বৃহস্পতিবার হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান কাকদ্বীপের বাসিন্দারা। এক বিক্ষোভকারী সোমা রায় বলেন, "তাঁর এন্ট্রি যেন এই হাসপাতালে কোনওভাবে না হয়, তাহলে আমাদের এই শহরটাও দুর্নীতিতে ভরে যাবে। এখানে মানুষের সর্বনাশ হবে।'' কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু রায় বলেন, "যা অবস্থা পাবলিকও চাইছে না। কাল থেকে টানা এখানে আন্দোলন চলছে হাসপাতালের বাইরে। আমরা সেগুলো চিঠি করে CMOH-কে জানিয়েছি। ওঁরা বলেছেন, ব্যাপারটা দেখছেন।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar News: 'আরও একটি মিথ্যে প্রকাশ্যে' আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা অমিত মালব্যর