BJP: "কাশ্মীর ফাইলস-এর মতো একদিন পশ্চিমবঙ্গ ফাইলসও তৈরি হবে", হুঁশিয়ারি বিজেপি সাংসদের
BJP on The Kashmir Files: বিজেপি কর্মীদের খুনের অভিযোগ নিয়ে এবার হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুভাষ সরকার।
পূর্ণেন্দু সিংহ ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা, বাঁকুড়া: আগামী দিনে পশ্চিমবঙ্গ ফাইলস (West Bengal Files) তৈরি হবে। এই পশ্চিমবঙ্গ ফাইলসে আমরা দেখতে পাব, কীভাবে এক এক করে মানুষকে খুন করা হয়েছে। বিজেপি (BJP) কর্মীদের খুনের অভিযোগ নিয়ে নিয়ে এভাবেই হুঁশিয়ারি দিলেন সুভাষ সরকার (Subhash Sarkar)। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূলও (TMC)।
বিজেপি কর্মীদের খুনের অভিযোগ নিয়ে এবার হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুভাষ সরকার। বললেন তৈরি হবে ‘পশ্চিমবঙ্গ ফাইলস’। রবিবার সন্ধেয় বাঁকুড়ার কুয়াবাগান এলাকায়, দলীয় কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। সেখানেই তৃণমূলকে হুঁশিয়ারি দেন তিনি।
বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার বলেন, "তৃণমূলের কলঙ্কের কথা বলুন। তৃণমূল যে ভাবে মানুষকে ভয় দেখাচ্ছে, তার কথা বলুন। আগামীদিনে পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে। এই পশ্চিমবঙ্গ ফাইলসে আমরা দেখতে পাব, কীভাবে এক এক করে মানুষকে খুন করা হয়েছে। মানুষকে মেরে, গলায় রশি দিয়ে কখনও গাছের ডালে, কখনও হাইটেনশন লাইনের তারে ঝুলিয়ে দেওয়া হয়েছে।"
আরও পড়ুন, নদীর পাড় ভাঙতেই বেড়িয়ে এল সুড়ঙ্গ, রহস্য দানা বাঁধছে এলাকায়
পুরুলিয়ার বলরামপুরে বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত দেহ উদ্ধার। এর ক’দিনের মধ্যে বলরামপুরেই হাইটেনশন তারের টাওয়ার থেকে উদ্ধার হয় আরেক বিজেপি কর্মী দুলাল কুমারের ঝুলন্ত দেহ। এই প্রেক্ষাপটে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাব দিয়েছে তৃণমূল।
বাঁকুড়া জেলার ১৯০টি পঞ্চায়েত আসনের মধ্যে বিজেপির দখলে রয়েছে ২টি। বাকিগুলি রয়েছে তৃণমূলের দখলে। আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে চড়ছে রাজনৈতিক তরজার পারদ।