BJP Bangla Bandh 2024 :বনধে জেলায় জেলায় রেল অবরোধ, বনগাঁ থেকে হুগলি, অবরোধে থমকে ট্রেন
Bangla Bandh Live : কর্মসূচি সফল করতে সকাল সকালই জেলায় জেলায় সক্রিয় বিজেপি কর্মীরা। পথে নেমেছেন নেতারা।
সমীরণ পাল, কলকাতা : নবান্ন অভিযানে পুলিশের অ্যাকশন। প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বাংলা নমধের ডাক দিয়েছে বিজেপি। আর এই কর্মসূচি সফল করতে সকাল সকালই জেলায় জেলায় সক্রিয় বিজেপি কর্মীরা। পথে নেমেছেন নেতারা।
সকাল সকালই উত্তর ২৪ পরগনার বনগাঁয় রেল লাইনে বিজেপির পতাকা নিয়ে অবরোধ করলেন বিজেপি সমর্থকরা। বিজেপি বিধায়ক অশোক কীর্ত্তনিয়ার নেতৃত্বে চলছে অবরোধ। এর জেরে বিপর্যস্ত হয়েছে শিয়ালদা - বনগাঁ ও বনগাঁ-শিয়ালদা শাখার ট্রেন চলাচল। আটকে পড়েছেন নিত্যযাত্রীরা। ব্যারাকপুর স্টেশনেও শুরু হয়েছে রেল অবরোধ। নেতৃত্বে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর। অবরোধ তুলতে এলাকায় কর্মীদের নিয়ে পৌঁছলেন তৃণমূল নেতা। বিজেপি নেতা কৌস্তভ বাগচীর সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বচসা তুঙ্গে ওঠে। সকলকে বনধ সমর্থন করার আর্জি জানিয়েছেন বিজেপি নেতারা। গোচরণ এবং দক্ষিণ বারাসাত স্টেশনে ওভারহেড তারে কলাপতা ফেলে দেয় বিজেপি কর্মীরা।
এছাড়া , সাত সকালে হুগলি স্টেশনে রেল অবরোধ করলেন বিজেপি কর্মী- সমর্থকরা। ব্যান্ডেল হাওড়া লোকাল অবরোধ করেন বিজেপি কর্মীরা। রেল লাইনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান শতাধিক বিজেপি কর্মী। চন্দননগর কমিশনারেটের পুলিশ অবরোধ তোলার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ টেনে হিঁচড়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। আধঘণ্টা পরে অবরোধ ওঠে। অন্যদিকে হিন্দমোটর স্টেশনে অবরোধে বসেন বিজেপি কর্মীরা। রেল লাইনে বসে বিক্ষোভ শুরু করেন তাঁরা। ট্রেন চলাচল আটকাতে ওভারহেড তারে কলাপাতা ছুড়ে দেওয়া হয় বলে অভিযোগ। অবরোধের জেরে দাঁড়িয়ে পড়ে তারকেশ্বর লোকাল।
অন্যদিকে, বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্ধ সফল করতে সাতসকালে কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কেন্দ্রীয় বাস টার্মিনাসের সামনে বাস রোকো শুরু করলেন বিজেপির দুই বিধায়ক মালতী রাভা রায় এবং নিখিল রঞ্জন দে। বাসের সামনে বসে পড়েন ২ বিধায়ক, পরে তাঁদের আটক করে পুলিশ। কোচবিহারের এন বি এস টি সি নিউ বাস স্ট্যান্ড থেকে আটক করা হয় বিজেপি কর্মীদের।
বিজেপির ডাকা বন্ধে পুরাতন মালদার বুলবুলি মোড়েও তুলকালাম বেঁধে যায় । সাত সকালেই বন্ধের সমর্থনে মিছিল বের করে বিজেপি। ওই পথেই বন্ধের বিরোধীতায় মিছিল করছিলেন তৃণমূল কর্মীরা। দুই দলের মিছিল মুখোমুখি হতে পুলিশের সামনেই ধুন্ধুমার বেধে যায়। হাতাহাতি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দুই দলের কর্মীরা। মালদা থানার পুলি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিজেপির লালবাজার অভিযানে ধুন্ধুমার! ব্যারিকেড ধরে BJP কর্মী-পুলিশ ধস্তাধস্তি
শের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে ইংরেজবাজারের রথবাড়িতে ৩৪ নম্বর জাতীয় সড়ক বন্ধের চেষ্টা বিজেপি কর্মীরা। পুলিশ বাধা দিতে গেলে উত্তেজনা চরমে ওঠে।পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা।