Dilip Ghosh: "দেশজুড়ে শুদ্ধিকরণের কাজ চলছে", সঞ্জয় রাউতের গ্রেফতারিতে প্রতিক্রিয়া দিলীপের
Dilip Ghosh Comment: এই ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "সারা দেশজুড়ে শুদ্ধিকরণের কাজ চলছে। যারা যারা লুটও করত, চোটপাটও দেখাত। কেন দেখাত সেটা তো এখন বোঝাই যাচ্ছে।"
কলকাতা: জমি দুর্নীতি মামলায় উদ্ধব ঠাকরে (Uddhav Thackray) ঘনিষ্ঠ সাংসদ ও শিবসেনা (Shiv Sena) মুখপাত্র সঞ্জয় রাউতকে (Sanjay Raut) গ্রেফতার করল ইডি (ED)। ইডি সূত্রে দাবি, তাঁর বাড়ি থেকে মিলেছে নগদ সাড়ে ১১ লক্ষ টাকা। আজ সকাল সাতটা নাগাদ শিবসেনা মুখপাত্রের বাড়িতে যান ইডি আধিকারিকরা। ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে হেফাজতে নেয় ইডি। মাথা নিচু করব না, লড়াই চলবে, মন্তব্য সঞ্জয় রাউতের। আর এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ইডি-র গ্রেফতারির পর এবার সঞ্জয় রাউতের বিরুদ্ধে মুম্বই পুলিশের এফআইআর। পত্র চাওল জমি-দুর্নীতি মামলার সাক্ষী স্বপ্না পাটকারকে হুমকির অভিযোগে ভাকোলা থানায় শিবসেনা মুখপাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। হুমকির অডিও ক্লিপ ভাইরাল।
আরও পড়ুন, 'এমন কাজ কেউ করবেন না’, মন্ত্রিসভার বৈঠকে আর কী বলে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
এই ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "সারা দেশজুড়ে শুদ্ধিকরণের কাজ চলছে। যারা যারা লুটও করত, চোটপাটও দেখাত। কেন দেখাত সেটা তো এখন বোঝাই যাচ্ছে। কোনও দল বিশেষে নয়। যারা যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত এমন তথ্য পেয়েছে, সেখানে জিজ্ঞাসাবাদ করছে। প্রয়োজনে আরও হবে।"
উদ্ধবকে চাপে ফেলতে সঞ্জয়কে গ্রেফতারের ষড়যন্ত্র বিজেপির, অভিযোগ শিবসেনা মুখপাত্রের ভাই সুনীল রাউতের। বিজেপির ষড়যন্ত্রের সামনে মাথা নত করেননি, এটাই সঞ্জয়ের একমাত্র দোষ। আমরা সঞ্জয় রাউতের পাশে আছি। ট্যুইট কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীর।