Dinhata News: রাজনৈতিক অশান্তিতে এখনও অধরা অভিযুক্ত, উদয়ন গুহর বিরুদ্ধে গুন্ডা পোষার অভিযোগ দিলীপের
শনিবার গুলি, বোমাবাজি ও ভাঙচুরের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দিনহাটা (Dinhata)। গুলিবিদ্ধ হন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মিঠু দাসের স্বামী তাপস ওরফে বিজু দাস।
শুভেন্দু ভট্টাচার্য ও কমলকৃষ্ণ দে, দিনহাটা: কোচবিহারের (Coochbehar) দিনহাটায় (Dinhata) রাজনৈতিক অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এই ইস্যুতে উদয়ন গুহর বিরুদ্ধে গুন্ডা পোষার অভিযোগ করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক (TMC)। এদিকে, আহত তৃণমূল (TMC) নেতাকে ভর্তি করা হল শিলিগুড়ির (Siliguri) একটি বেসরকারি হাসপাতালে।
শনিবার গুলি, বোমাবাজি ও ভাঙচুরের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দিনহাটা (Dinhata)। গুলিবিদ্ধ হন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মিঠু দাসের স্বামী তাপস ওরফে বিজু দাস।
শাসকদলের অভিযোগ, বিজেপি নেতার বাড়ি থেকেই ছোড়া হয়েছিল গুলি-বোমা ছোড়া হয়েছে। এই মর্মে থানায় অভিযোগও জানায় তারা। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির (BJP)।
যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদিও দোষারোপের পালা চলছেই। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কথায়, উদয়ন গুহ গুন্ডাদের পোষে, এর আগেও ওখানে খুন হয়েছে, এখন বাঁচার জন্য একথা বলেছে। দিনহাটাকাণ্ডে উদয়নকে তোপ দিলীপের। পাল্টা জবাব তৃণমূল বিধায়কের (TMC)।
কোচবিহারের (Coochbehar) তৃণমূল (TMC) কংগ্রেস বিধায়ক ও চেয়ারম্যান উদয়ন গুহের কথায়, আমার বাড়ি এখানে, আমি তো এখানে গুন্ডা পুষি, দিলীপের মাথায় এখন অক্সিজেন কম যাচ্ছে।
ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পুরসভা দখল করেছে তৃণমূল। তবে পুরভোটের আগে গুলি-বোমাকাণ্ডে চাপা উত্তেজনা রয়েছে কোচবিহারের মহকুমা শহরে।
পুরভোটের মুখে উদয়ন গুহর হুমকি। কোচবিহারের কোতয়ালি থানায় দিনহাটার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল বিজেপি। যদিও এ ব্যাপারে গুরুত্ব দিতে নারাজ উদয়ন গুহ।
উদয়ন গুহ বলেছিলেন, যদি ক্ষমতা থাকে কোচবিহার জেলায় কোথাও মিছিল করে আলাদা রাজ্যের দাবি জানাবেন। হাঁটু আস্ত নিয়ে বাড়ি ফিরতে পারবেন না।' শুক্রবার কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের সভায় উদয়ন গুহর মুখে শোনা গিয়েছিল এই হুঁশিয়ারি।
নাম না করে স্থানীয় বিজেপি বিধায়ক মালতি রাভা রায়কে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। হুমকি-বিতর্কে এবার দিনহাটার বিধায়কের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করল বিজেপি।
কোচবিহারের বিজেপি সম্পাদক দীপা চক্রবর্তীর কথায়, পুলিশ ব্যবস্থা নিক, মালতিকে হুমকি দিয়েছেন, এর আগেও একাধিকবার এমন মন্তব্য করেছেন, তাই অভিযোগ দায়ের।
উদয়ন গুহর হুঁশিয়ারিকে সমর্থন করেনি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু তারপরও নিজের অবস্থানেই অনড় রয়েছেন দিনহাটার বিধায়ক।
এদিন উদয়ন গুহ বলেন, মালতি কি একা মিছিলে হাঁটেন, মিছিল করে দেখাক, আবারও বলছি হাঁটু নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। হুমকি প্রসঙ্গে অনড় উদয়ন উদয়নকে ফের সতর্ক করল তৃণমূল।