JP Nadda: দক্ষিণশ্বর মন্দিরে জেপি নাড্ডা
Nadda in Dakshineswar: পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে এখনও রাজ্যে অশান্তি অব্যহত। আর সেই পরিস্থিতির মাঝেই রাজ্যে এসে মায়ের মন্দিরে গেলেন জেপি নাড্ডা।
উত্তর ২৪ পরগনা: দক্ষিণশ্বর মন্দিরে জেপি নাড্ডা (Dakshineswar Temple)। বাংলা সফরের শেষ দিনে ভবতারিণীর মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি (JP Nadda)।
মূলত, আজ জে পি নাড্ডার বঙ্গ সফরের শেষ দিন। রবিবার সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরপর নিউটাউনের হোটেলে দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে থাকছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ-সহ সাংসদ, বিধায়করা। এরপর ন্যাশনাল লাইব্রেরিতে বঙ্গ বিজেপির ৭টি মোর্চা সংগঠনের সঙ্গে বৈঠক করবেন জগৎপ্রকাশ নাড্ডা। এরপর হাওড়ার দেউলটিতে ২ দিনের পঞ্চায়েত রাজ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কলকাতায় ফিরে দিল্লির উদ্দেশে রওনা দেবেন নাড্ডা।
দু’দিনের পঞ্চায়েত রাজ সম্মেলনে আসেন বঙ্গে জে পি নাড্ডা। গতপরশু রাতেই কলকাতায় এসে পৌঁছন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বাংলা, বিহার, ঝাড়খণ্ড-সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের জেলা পরিষদ সভাধিপতিদের নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করে গেরুয়া শিবির। হাওড়ার দেউলটির একটি হোটেলে এই কর্মশালার কর্মসূচির আয়োজন করা হয় তাঁর সফর ঘিরে। তাঁর সফর সূচির মধ্যে দেউলটিতে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে পরিদর্শনও ছিল।
পরিবারতন্ত্রের অভিযোগে নাম না করে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বাংলার আইনশৃঙ্খলা থেকে নারী নির্যাতন, একের পর এক অভিযোগ নিয়ে সুর চড়িয়েছিলেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বাংলা সংক্রান্ত সমস্ত রিপোর্ট তিনি কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রীকে দিয়েছেন। নাড্ডার তোলা যাবতীয় অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
নরেন্দ্র মোদি (Narendra Modi) বিরোধী জোট ইন্ডিয়ার শরিক দলগুলিকে পরিবারতন্ত্রের অভিযোগে লাগাতার নিশানা করে বিজেপি। আর এবার বাংলায় এসে, সেটাকেই ঢাল বানিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। ফের জে পি নাড্ডার মুখে শোনা গেল 'পিসি-ভাইপো'। তিনি বলেন, 'পিসি আর ভাইপোর পরিবারবাদ চলছে বাংলায়'।
আরও পড়ুন, TMC-র টিকিটে জিতে BJP যোগে হয়েছিলেন পঞ্চায়েত প্রধান, পদ পেতেই ফিরলেন তৃণমূলে
এখানেই শেষ নয়, আইনশৃঙ্খলা-সহ বিভিন্ন ইস্যুতে তৃণমূল (TMC) পরিচালিত সরকারকেও একহাত নেন মোদির সেনাপতি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, 'আমি সব রিপোর্ট গৃহমন্ত্রীকে দিয়েছি। দেখবেন দুধে কা দুধে, পানিকা পানি হবে। বলে যাচ্ছি। বাংলা আজ সংকটে। গনতন্ত্র ধ্বংস হছে। গুন্ডামি হচ্ছে। জঙ্গলরাজ চলছে।'