Sukanya On Mamata: '..কঠিন শাস্তির ব্যবস্থা করুন', মুখ্যমন্ত্রীকে কার কথা বললেন সুকান্ত ?
Sukanta Attacks Mamata Secuirity: নারী নির্যাতনের ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী, আর এবার নিশানা সুকান্তর, কী বললেন বিজেপির রাজ্য সভাপতি ?
কলকাতা: আরজিকর-সহ একের পর এক নারী নির্যাতনের ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী। এহেন পরিস্থিতি বড়ঞায় উঠে এসেছে ফের ভয়াবহ অভিযোগ। এসে এবার সদ্য রাজ্যে একের পর এক নারী নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা সুকান্ত মজুমদারের।
এদিন সুকান্ত মজুমদার বলেন, 'এটাই কি বাংলার ব্যর্থ মুখ্যমন্ত্রীর নারী নিরাপত্তার মডেল? কলকাতায় ৭ মাসের শিশুকে যৌন নির্যাতনের ভয়াবহ অভিযোগ। মুর্শিদাবাদে ৫ বছরের নাবালিকাকে বাড়িতেই নৃশংস যৌন নির্যাতন। এই ভয়াবহ ঘটনাগুলি রাজ্যে নৈরাজ্যের ছবি তুলে ধরে। মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের দিকে না দেখে নিজের রাজ্যে নজর দিন। বাংলার মেয়েদের সুরক্ষিত রাখার ব্যবস্থা করুন। দুর্বৃত্তদের কঠিন শাস্তির ব্যবস্থা করুন', সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপির রাজ্য সভাপতির।
মূলত, বড়ঞায় ৫ বছরের শিশুকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ প্রকাশ্যে এসেছে। বিষয়টি জানাজানি হতে অভিযুক্তকে গণপিটুনি দেন গ্রামবাসীরা। পরে ওই যুবককে গ্রেফতার করে বড়ঞা থানার পুলিশ। অভিযোগ, গতকাল বাড়ির সামনে খেলার সময় ৫ বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে ওই যুবক। পরে জঙ্গল থেকে শিশুকে উদ্ধার করেন পরিবারের লোকেরা। নির্যাতিত শিশু কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
অতীতে একাধিক ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় দ্রুত মৃতদেহ দাহ করার ইস্যু উঠেছে। একাধিক মামলা রাজ্য পুলিশের হাত থেকে স্থানান্তরিত হয়ে, কোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গিয়েছে। এবং সেই সকলক্ষেত্রে মৃতদেহ দাহ করলে, আর পুনরায় ময়না তদন্তের সুযোগ থাকছে না। যদিও এর মধ্যে কিছু ব্যতিকর্মী ঘটনাও রয়েছে। যেখানে কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়েছে। এদিকে সদ্য ঘটে যাওয়া আরজি কর কাণ্ডে এখনও প্রতিবাদের ঝড় দিকে দিকে।
আরও পড়ুন, 'প্রকাশ্যে হিন্দু সংখ্যালঘু সাফ করার নির্দেশ দিচ্ছেন মৌলবাদীরা' ! আরও ভয়াবহ ছবি এবার বাংলাদেশে
সম্প্রকি সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল আলিপুরদুয়ারের জয়গাঁওতে। সরল শিশুকে চাউমিন খাওয়ানোর লোভ দেখিয়ে তার সঙ্গে নারকীয় নির্যাতনের অভিযোগ উঠেছিল উত্তরবঙ্গের প্রান্তিক এই এলাকায়। এবার যেনও অদ্ভুত এক আঁধার গ্রাস করেছে আমাদের চারপাশকে! নাবালিকা থেকে তরুণী, কিশোরী থেকে গৃহবধূ, লালসার হাত থেকে কারোরই যেন রেহাই নেই! হাসপাতাল, পরিত্যক্ত জমি, ধানখেত, নদীর চর, পুজো মণ্ডপ, নানা প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে নারীর নিথর দেহ। সবচেয়ে উদ্বেগের হল দীর্ঘ হয়েই চলেছে এই তালিকা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।