Suvendu Adhikari: 'প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের অসুস্থতার জন্য দায়ী মমতা', মারাত্মক অভিযোগ তুললেন শুভেন্দু
Pankaj Dutta Illness: বারাণসীতে একটি সভায় বক্তৃতা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন পঙ্কজ।
কলকাতা: রাজ্যের প্রাক্তন আই জি পঙ্কজ দত্তর অসুস্থতার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মমতার সমালোচনা বার বার সরব হয়েছেন পঙ্কজ। পুলিশের গাফলতি নিয়ে সরব হয়েছেন তিনি। সেই নিয়ে লাগাতার তাঁকে হেনস্থা করা হচ্ছিল। মমতার পাশাপাশি, কলকাতা পুলিশও পঙ্কজের শারীরিক অবস্থার অবনতির জন্য দায়ী বলে অভিযোগ করেছেন শুভেন্দু। (Suvendu Adhikari)
বারাণসীতে একটি সভায় বক্তৃতা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন পঙ্কজ। এই মুহূর্তে সেখানকার হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। আর সেই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় সরব হন শুভেন্দু। তাঁর বক্তব্য, 'অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত সঙ্কটজনক জেনে স্তম্ভিত আমি। ২০১১ সালে পশ্চিমবঙ্গের আই জি হিসেবে অবসর নেন উনি, এখনও অচেতন রয়েছেন। উত্তরপ্রদেশের বারাণসী হাসপাতালে চিকিৎসা চলছে ওঁর। হঠাৎ ওঁর এই অসুস্থতার জন্য পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী বললে কোনও ভুল হবে না'। (Pankaj Dutta Illness)
শুভেন্দুর বক্তব্য, 'মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচক পঙ্কজ দত্ত। বিশেষ করে পুলিশি তদন্তের ফাঁক-ফোকরগুলি নিয়ে সমালোচনা করেন, পুলিশি নৃশংসতা, অতিসক্রিয়তা নিয়ে সরব তিনি। এর দরুণ বেশ কিছু সময় ধরে কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের কমিশনার মনোজকুমার ভার্মা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁকে হেনস্থা করছিলেন'।
I am literally stunned to learn that Retired IPS Officer; Shri Pankaj Dutta is critically ill. Shri Pankaj Dutta, who retired as the Inspector General of West Bengal Police in 2011, is still unconscious and is receiving treatment at a Hospital in Varanasi; Uttar Pradesh.
— Suvendu Adhikari (@SuvenduWB) October 23, 2024
I won't…
আর জি করের ঘটনার উল্লেখ করে শুভেন্দু লেখেন, 'সম্প্রতি আর জি করের ঘটনায় কলকাতা পুলিশের নিন্দা করেন পঙ্কজ দত্ত। এর পর বড়তলা থানায় তাঁকে ডেকে পাঠানো হয়। দিনভর তাঁকে বসিয়ে রাখা হয়, এককাপ চা পর্যন্ত দেওয়া হয়নি। মমতার পুলিশ ওঁর স্বাস্থ্যের এই অবস্থার জন্য দায়ী। ওঁকে চূড়ান্ত মানসিক অশান্তিতে রাখা হয়েছিল। সরকারের গঠনমূলক সমালোচনা যে কোনও নাগরিকের গণতান্ত্রিক এবং অতি প্রয়োজনীয় অধিকার। দুর্ভাগ্যজনক বিষয় হল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের তা হজম হয় না'।
বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার গলাতেও একই সুর। তাঁর অভিযোগ, মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা করে বড়তলা থানা। ছ'ঘণ্টার বেশি সময় ধরে চা এবং জল পর্যন্ত দেওয়া হয়নি। সেই অসম্মান মেনে নিতে পারেননি পঙ্কজ। বেনারসে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। শঙ্কুদেব জানিয়েছেন, পঙ্কজের অসুস্থতার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে যোগাযোগ করেন শুভেন্দু। পঙ্কজের মস্তিষ্কে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। এয়ার অ্যাম্বুল্যান্সে চাপিয়ে পঙ্কজকে কলকাতায় ফেরানোর চেষ্টা হচ্ছে বলেও জানিয়েছেন শঙ্কুদেব।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বারাণসীতে ফিলোজফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন পঙ্কজ। ওই সংগঠনের রাজ্য শাখার সভাপতিও তিনি। সেখানে বক্তৃতা করার সময় তিনি অসুস্থ পড়েন বলে জানা গিয়েছে। নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে বর্তি করা হয় তাঁকে। বারাণসীর ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি রয়েছেন তিনি।