BJP MLA Accident : পিছন থেকে ট্রাকের সজোরে ধাক্কা, দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক
Haringhata MLA Accident : হরিণঘাটার বিধায়ক অসীম সরকার কবি গানের অনুষ্ঠান সেরে ফিরতে গিয়ে দুর্ঘটনার মধ্যে পড়েন।
সুদীপ আচার্য, উত্তর দিনাজপুর : অল্পের জন্য বড়সড় দুর্ঘটর্ঘনার হাত থেকে রক্ষা। সূত্রের খবর, কবি গানের আসরে গিয়েছিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার ( Asim Sarkar )। রাস্তায় পিছন থেকে তীব্র গতিতে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। তাতেই আহত হন তিনি। তবে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
হরিণঘাটার বিধায়ক (Haringhata MLA) অসীম সরকার কবি গানের অনুষ্ঠান সেরে ফিরতে গিয়ে দুর্ঘটনার মধ্যে পড়েন। তার ফলে তিনি আহত হন। সূত্রের খবর, উত্তর দিনাজপুরের ইসলামপুরে ছিল কবি গানের অনুষ্ঠান। সেখানেই তিনি যোগ দিতে আসেন। রবিবার রাতে সেই অনুষ্ঠানের পর কলকাতা ফিরছিলেন বিজেপি বিধায়ক। বাংলা-বিহার সীমান্তে কানকি এলাকায় তাঁর গাড়ি খারাপ হয়ে যায় বলে খবর। সেখানে পুলিশ পৌঁছায়। জানা গিয়েছে, সেখানেই ঘটে ওই দুর্ঘটনা। লরিটি প্রথমে পুলিশের গাড়িতে ও পরে বিধায়কের গাড়িতে ধাক্কা মারে।
জানা গিয়েছে, পুলিশ অসীম সরকারের গাড়িটি সারানোর চেষ্টা করে। গাড়িটি টেনে নিয়ে যাওয়ার সময় লরি সজোরে ধাক্কা মারে পরপর তিনটি গাড়িতে। এই ঘটনায় বিধায়ক ও দুই পুলিশ কর্মী সহ ১০ জন জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে বিহারের কিষানগঞ্জ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। দুই পুলিশ কর্মীর অবস্থার অবনতি হুতে থাকায় তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
অসীম সরকারের এলাকায় কবিয়াল হিসেবে খ্যাতি রয়েছে। ২০২১-এর বিধানসভা ভোটে বিজেপির হয়ে ভোটে দাঁড়ান তিনি।
আরও পড়ুন :
অশনি সংকেতে সিঁদুরে মেঘ দেখছে ইয়াসে পর্যুদস্ত হওয়া জেলাগুলি, কীভাবে সতর্ক প্রশাসন
দুপুর ২ টোর শিরোনাম
- বুলডোজার নামানোয় দিল্লির শাহিনবাগে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি। তুমুল প্রতিবাদ আপ ও কংগ্রেসের। থামানো হল বুলডোজার। সুপ্রিম কোর্টে অভিযান নিয়ে শুনানি
- নোবেলে বিশ্বকবির অপমান, তাই বাংলার ছেলেরা নোবেল চুরি করেছে। রবীন্দ্র জয়ন্তীতে ভাতারের তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্য। মুখ ফস্কে কিছু বলে থাকলে ক্ষমাপ্রার্থী, মন্তব্য মানগোবিন্দর।
- নোবেল চুরির সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত। সিবিআই তদন্তে অসহযোগিতা করেছে রাজ্য, অভিযোগে রাহুল সিন্হার। সিবিআই-এর কোন রিপোর্টে আছে অসহযোগিতা? পাল্টা কুণাল।
- কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকে পাটের দাম নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের আগে সরব অর্জুন সিংহ। উপর থেকে নির্দেশ আছে বলে তাঁকে ডাকা হয়নি, ক্ষোভ ব্যারাকপুরের বিজেপি সাংসদের।
- সকাল থেকে দফায় দফায় বৃষ্টি। সপ্তাহের শুরুর দিনে কলকাতার বিভিন্ন এলাকায় জল। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকাতেও বৃষ্টি।
- অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলের আরও কাছে অশনি। ঝড়ের অভিমুখ আপাতত উত্তর-পশ্চিমে। পরে গতিপথ পাল্টে আসতে পারে ওড়িশার দিকে।
- পর্ণশ্রী থানা এলাকায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, পরে হাসপাতালে মৃত্যু। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু। হবে ময়নাতদন্ত, যাবে ফরেন্সিক। তদন্তে লালবাজারের সায়েন্টিফিক উইং।