Firhad Hakim : 'ধর্মান্তকরণ মন্তব্য',ফিরহাদকে বরখাস্ত করার দাবিতে বিধানসভায় তুলকালাম, গীতা নিয়ে BJP র প্রতিবাদ
West Bengal BJP : ফিরহাদ হাকিমকে পদ থেকে বরখাস্ত করার দাবি তোলে বিজেপি। গীতা হাতে বিক্ষোভ প্রদর্শন করে BJP MLA রা।
কলকাতা : ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। এবার একটি ভাইরাল হওয়া ভিডিওতে ফিরহাদের 'ধর্মান্তকরন' সংক্রান্ত মন্তব্য নিয়ে তুলকালাম হয়ে যায়। ওই ভিডিও-তে শোনা যায়, একটি অনুষ্ঠানে ইসলাম নিয়ে কিছু বক্তব্য রাখেন তিনি। তাতেই রয়েছে ধর্মান্তকরণের প্রসঙ্গ, দাবি বিজেপির। ইতিমধ্যেই ফিরহাদের মন্তব্য নিয়ে তুঙ্গে তরজা। আর তারই আঁচ এসে পড়ল বিধানসভায়। শুক্রবার, মন্ত্রী ফিরহাদ হাকিমকে পদ থেকে বরখাস্ত করার দাবি তোলে বিজেপি। গীতা হাতে বিক্ষোভ প্রদর্শন করে রাজ্য বিজেপি নেতৃত্ব।
বিজেপির দাবি, ফিরহাদ হাকিম সম্প্রতি একটি অনুষ্ঠানে ইসলাম সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে ধর্মান্তকরণে উৎসাহ দেন। তিনি বলেন, ভিন্ন অন্য ধর্মে জন্মানো দুর্ভাগ্যের । হিন্দুস্থান টাইমস- এ প্রকা ফিরহাদকে ওই ভাইরাল ভিডিও-য় বলতে শোনা যায় , ‘আমরা নিজেরা মুসলিম। মুসলিম ঘরে জন্মেছি, বড় হয়েছি আমাদের নমাজ আদব – কায়দা বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি'
ফিরহাদ যদিও এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, কোনও বিতর্কিত মন্তব্যই নয়। এটা BJP র বানানো কথা। এই ব্যাপারে আমি কোনও কথা বলব না। বাংলার সবাই জানে , আমি ধর্ম নিরপেক্ষ মানুষ। আমি নিজের ধর্মকে পুরোপুরি মানি ও অন্য ধর্মকে মর্যাদা দিয়ে থাকি ।
এই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে চর্চা হচ্ছে কয়েকদিন ধরেই। হিন্দুস্তান টাইমসে দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুম্বই সফরে গিয়েছিলেন, তখন উদ্ধব ঠাকরের বাড়িতে সাংবাদিক বৈঠকে তাঁকে এক সাংবাদিক এই নিয়ে প্রশ্ন করেন। তবে তিনি বিষয়টি সম্পর্কে জানেন না এবং তা ফিরহাদের ব্যক্তিগত মত বলে এড়িয়ে যান। তবে বিষয়টি নিয়ে বড় ইস্যু খাড়া করতে চায় বিজেপি। তাই বিধানসভার ভিতর ও বাইরে শুক্রবার এ নিয়ে সরব হন বিজেপির বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ফিরহাদের কোনও অধিকার নেই হিন্দু, শিখ, জৈন, পারসিক ধর্মাবলম্বীদের অপমান করার । এই অবস্থায় বিজেপির দাবি, ফিরহাদ হাকিমকে বরখাস্ত করতে হবে । তা না হওয়া পর্যন্ত বাংলাজুড়ে আন্দোলন চালাবে বিজেপি। পরবর্তীতে রাজপথে প্রতিবাদ করার হুঁশিয়ারি দেন শুভেন্দু। একই সুর শোনা যায় অগ্নিমিত্রা পালের গলাতেও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে