Jalpaiguri:সরকারি জমি দখল করে নদীপথ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পুঁজিপতিরা, অভিযোগে সরব ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক
BJP MLA Sikha Chatterjee: সরকারি জমি দখল করে নদীপথ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পুঁজিপতিরা, অভিযোগে সরব ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।
বাচ্চু দাস, দার্জিলিং: সরকারি জমি (public land) দখল (encroach) করে নদীপথ (riverbed) ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পুঁজিপতিরা (private enterprise), অভিযোগে সরব ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক (BJP MLA) শিখা চট্টোপাধ্যায় (Sikha Chatterjee)। সোমবার সরেজমিনে এলাকা পরিদর্শনে যান বিধায়ক। স্থানীয়দের সঙ্গে আলোচনাও করেন। সব দেখে ক্ষোভ সামলাতে পারেননি শিখা।
প্রেক্ষাপট...
'উত্তরকন্যা' তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় বাসিন্দাদের শাহু ডাংগী সংলগ্ন অধিকার পল্লীতে পুনর্বাসন দেওয়া হয়েছিল বলে দাবি তাঁদের। দীর্ঘ দিন ধরে তাঁরা এই অধিকার পল্লীতেই থাকছেন। তবে হালে সেই এলাকার উপর বেশ কিছু পুঁজিপতি নজর পড়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে অধিকার পল্লী ঘেঁষে বড় বড় কলকারখানা তৈরি হচ্ছে। শুধু তাই নয়। স্থানীয়দের দাবি, কারখানার অছিলায় অধিকার পল্লি ও তার পার্শ্ববর্তী নদীকে দখলের চেষ্টাও শুরু হয়েছে। এ বিষয়ে প্রশাসনিক মহলের দ্বারস্থ হয়েও কাজের কাজ হয়নি বলে খেদ তাঁদের। তবে এবার তাঁদের দিকে সাহায্যের হাত বাড়ালেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। সেই এলাকার নির্মাণ কাজও বন্ধ করে দিয়েছেন তিনি। পরবর্তীতে নদী বাঁচাও ও সরকারি জমি দখলের বিরোধিতায় স্থানীয়দের নিয়ে পথ অবরোধে সামিল হয়েছেন। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার শাওন ডাংগি রাস্তা অবরোধ করে চালাচ্ছেন বিক্ষোভকারীরা।বিজেপির দলীয় পতাকা নিয়ে বসে সরকারি জমি দখলের অভিযোগ এনে প্রতিবাদে নেমেছেন বিধায়ক স্বয়ং। দীর্ঘক্ষন ধরে প্রতিবাদ চলায় ব্যাপক যানজট তৈরি হয়েছে ওই রাস্তায়।
ভাঙন...
ফি-বছর গঙ্গার ভাঙনে মুর্শিদাবাদের বহু মানুষ কতটা বিপদের মুখে পড়েন, তা নিয়ে বার বার খবর হয়েছে। এছাড়াও বর্ষার সময় উত্তরবঙ্গের নদীর চেহারা কী হয়, তাতে কতটা সমস্যা হয় সেটাও মোটামুটি অজানা নয়। গত বছর জুন মাসেই যেমন কোচবিহারের দিনহাটায় ভাঙনের জেরে নদীগর্ভে বিঘার পর বিঘা জমি তলিয়ে যায়। ভেঙে যায় রাস্তা। বাঁধের দাবিতে সরব হতে হয় বাসিন্দাদের। কিন্তু বর্ষায় বাঁধ তৈরি সম্ভব নয়, জানিয়ে দেন পঞ্চায়েত প্রধান। এমন পরিস্থিতিতে বিজেপি বিধায়কের আনা অভিযোগ সত্যি হলে এলাকার ভৌগোলিক ছবি কোথায় গিয়ে দাঁড়াবে, সাধারণ মানুষ ঠিক কতটা অসুবিধার মুখে পড়বেন কল্পনা করেই শিউরে উঠছেন কেউ কেউ। যদিও যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আরও পড়ুন:৯৬ ঘণ্টা পার, অনশন আন্দোলনে অসুস্থ ১ মেডিক্যালের পড়ুয়া, এলেন চন্দ্রিমা